অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সীতাকুণ্ডে অক্সিজেন কারখানায় সিলিন্ডার বিষ্ফোরণে শ্রমিক নিহত

0
.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

সীতাকুণ্ডের মাদামবিবিরহাট এলাকায় ”এসোসিয়েট অক্সিজেন ” নামে একটি কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে মোঃ রাসেল (২৭) নামের এক শ্রমিক নিহত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৬ আগষ্ট) বিকাল সাড়ে চারটার সময় মাদামবিবিরহাটস্থ খাদেমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক রাসেল উক্ত অক্সিজেন কারখানায় কর্মরত ছিল। তিনি একই গ্রামের বদরুজ্জমান সওদাগর বাড়ির মৃত কবির আহম্মদের পুত্র।

.

খবর পেয়ে সীতাকুণ্ড উপজেলার নির্বাহী অফিসার তারিকুল আলম এবং মডেল থানার ওসি (তদন্ত) মোজাম্মেল হক, ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান নাজীম উদ্দিন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

কারখানায় কর্মরত শ্রমিক রিপন বড়ুয়া বলেন, বিকাল চারটার দিকে আমি ওমর ফারুক, মহসিন ও রাসেল বোতলে গ্যাস ভর্তি করার কাজ করছিলাম। এমন সময় বিকট শব্দে একটি গ্যাস ভর্তি সিলিন্ডার বিস্ফোরিত হয়। সিলিন্ডারটি বিস্ফোরিত হয়ে মুহুর্তেই চারিদিকে ছড়িয়ে পড়ে। এসময় কাছে থাকা রাসেল নিহত হয়। তবে ভাগ্যক্রমে আমরা বেচেঁ যাই।

শ্রমিক ওমর ফারুক বলেন, এখানকার গ্যাস সিলিন্ডারগুলো মেয়াদ অনেক বছর পার হয়ে গেছে। মালিক মেয়াদ উত্তীন্ন গ্যাসের বোতলগুলোতে গ্যাস ভরে তা সব জায়গাতে সাপ্লায় দেয়। বিকালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হওয়ার সাথে সাথে কারখানারতে কর্মরত ম্যানাজারসহ কর্মকর্তারা পালিয়ে যায়।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার তারিকুল আলম বলেন, এসোসিয়েট অক্সিজেন ফ্যাক্টরীটির কোন অনুমতি আছে কিনা তা তদন্তে দেখা হবে। বর্তমানে ফ্যাক্টরীটি সিলগালা করে দেওয়া হবে বলে জানান তিনি।

এ কারখানার মালিক বিএনপি নেতা লায়ন আসলাম চৌধুরী বলে জানাগেছে।