অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

দেওদীঘি স্কুলের পুনর্মিলনীর প্রস্তুতি সভায় এমপি নদভী

0
.

চট্টগ্রামের সাতকানিয়ার ঐতিহ্যবাহী দেওদীঘি কে.এম. হাই স্কুলের ৬৪ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিতব্য পুনর্মিলনীর প্রস্তুতি সভা আজ ২৩ আগস্ট অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৫,সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. আবু রেজা মো: নিজামুদ্দীন নদভী।

স্কুল পরিচালনা পরিষদের সভাপতি ও মাদার্শা ইউনিয়নের চেয়ারমান আ.ন.ম. সেলিম চৌধুরীর সভাপতিত্বে স্কুল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এডভোকেট আমজাদ হোসেন চৌধুরী, ব্যবসায়ী মো: আবু সুফিয়ান কামাল, রাজনীতিক জাফর আহমদ, ব্যবসায়ী মোস্তফা ইকবাল চৌধুরী মুকুল, পুনর্মিলনী পরিষদের কর্মকর্তা মুরিদুল আলম চৌধুরী, এডভোকেট এরশাদুর রহমান রিটু, কেএসআরএম এর কর্মকর্তা দিদারুল আলম, তথ্য প্রযুক্তিবিদ মোহাম্মদ নাছির উদ্দীন, প্রকৌশলী হাছান আলী, এক্সিম ব্যাংক কর্মকর্তা মো: নিজাম উদ্দিন, চুয়েটের সহকারী রেজিস্ট্রার ফজলুর রহমান, সাংবাদিক শংকর দাশ, স্কুল পরিচালনা পরিষদের সদস্য আবুল ফয়েজ প্রমুখ।

সভায় সংসদ সদস্য অধ্যাপক ড. আবু রেজা মো: নিজামুদ্দীন নদভী বলেন, পুনর্মিলনী সামাজিক বন্ধন দৃঢ় করে, সম্প্রীতি বাড়ায়, সকলের মাঝে আনন্দের উপলক্ষ এনে দেয়। ঐতিহ্যমন্ডিত দেওদীঘি স্কুলের অনুষ্ঠিতব্য পুনর্মিলনী সফল করতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা পালন করার জন্য আমি আহবান জানাচ্ছি। সভার পরে ৬টি স্মারক বৃক্ষরোপনের মাধ্যমে পুনর্মিলনী উদযাপন অভিমুখে যাত্রার সূচনা হয়।