অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

গরুর স্পেশাল ঝুরা মাংস

0

কোরবানির সময় খুব পরিচিত একটি মাংসের আইটেম ঝুরা মাংস যা বছরের অন্য সময় তেমন একটা খাওয়া হয় না। ঝুরা মাংস অনেকদিন পর্যন্ত রাখা যায়। ছোট বড় সবাই এই মাংস পছন্দ করে। গতানুগতিক মাংস খেতে যখন আর ভালো লাগে না তখন ঝুরা মাংস খাবারে বাড়তি স্বাদ যোগ করে।

উপকরণ :

গরুর মাস ১ কেজি,

পেঁয়াজ কুচি দেড় কাপ,

আদা বাটা ১ চা-চামচ,

রসুন বাটা ১ চা-চামচ,

লবণ স্বাদ মতো,

গোলমরিচ বাটা, ১ চা-চামচ

জিরা বাটা, ১ চা-চামচ

ধনে বাটা ১ চা-চামচ,

বাদাম বাটা ১/২ চা-চামচ,

হলুদ গুঁড়া ১/২ চা-চামচ,

মরিচ গুঁড়া ১/২ চা-চামচ,

মরিচ গুঁড়া ১ চা-চামচ,

সরষে বাটা ১/২ চা-চামচ,

এলাচি-দারুচিনি-লবঙ্গ কয়েকটা,

তেজপাতা ৩-৪টা,

তেল ১ কাপ,

গরম মসলা গুঁড়া ১/২ চা-চামচ।

প্রণালি: পেঁয়াজ কুচি আধা কাপ তেলে বাদামি করে ভেজে নিয়ে সব মসলা কষিয়ে নিয়ে মাংস দিয়ে দিতে হবে। পরিমাণ মতো পানি দিয়ে মাংস সেদ্ধ করে নিতে হবে। অনেকক্ষণ জ্বাল দিয়ে মাংসের পানি শুকিয়ে গেলে নামিয়ে নিতে হবে। এবার মাংস নেড়েচেড়ে ঝুরা করে নিতে হবে। অল্প তেলে ১ কাপ পেঁয়াজ বাদামি করে ভেজে ঝুরা মাংস দিয়ে নাড়তে হবে। ভাজা ভাজা হয়ে গেলে গরম মসলা ও গোলমরিচের গুঁড়া দিয়ে মাংস নামিয়ে নিতে হবে। এভাবেই ঝুরা মাংস রান্না হয়ে গেল। এর পর খাওয়ার আগে গরম করে পরিবেশন করতে হবে।