অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বোয়ালখালীতে আ’লীগ থেকেই নৌকার মাঝি চান তৃণমূলের নেতাকর্মীরা

0
.

চট্টগ্রাম-৮ আসন বোয়ালখালীতে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে দলের নেতাদের চাইছেন ভোটাররা। তৃণমূলের আওয়ামী নেতাকর্মীরাও এ দাবি জানিয়েছেন।  বিগত দুই জাতীয় নির্বাচনে আওয়ামীলীগের বর্ষিয়ান রাজনীতিবিদ থাকা স্বত্বেও জোটগত কারণে নৌকা প্রতীকের প্রার্থী হয়েছিলেন জাসদ নেতা মঈন উদ্দীন বাদল। সাংসদ নির্বাচিত হয়ে তিনি এ আসনে বিগত দশ বছরে গণমানুষের প্রত্যাশা পূরণে তেমন একটা কাজ করতে পারেননি বলে দাবি আওয়ামী নেতাকর্মীদের। তবে আওয়ামীলীগ সরকার সারাদেশের ন্যায় এ আসনে উন্নয়ন কাজ চালিয়ে গেছেন।

বোয়ালখালীতে উপজেলা আওয়ামী লীগের একাংশ আসন্ন একাদশ জাতীয় নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে চাইছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আবদুল কাদের সুজনকে। গত ২২ সেপ্টেম্বর উপজেলা ডাক বাংলোতে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের মাধ্যমে এ দাবি জানান তারা।

কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এসএম আবুল কালাম অনুসারী হিসেবে পরিচিত এ অংশের নেতারা জাসদ নেতা বিগত দুই জাতীয় নির্বাচনে নির্বাচিত সাংসদ মঈন উদ্দিন খান বাদলের ছায়া সঙ্গী হিসেবে যুক্ত ছিলেন। ফলে এ অংশটি নতুন মুখ চাওয়ায় সাংসদ বাদল অনেকটা একা হয়ে গেছেন।

২০০৮ সালে মহাজোটের শরীক দল জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের কার্যকরী কমিটির সভাপতি মঈন উদ্দীন খান বাদল নৌকা প্রতীকে চট্টগ্রাম-৮ আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। এ নির্বাচনের পর মঈন উদ্দীন খান বাদলের ছোট ভাই মনির উদ্দীন খানকে সাধারণ সম্পাদক করে ও মনছফ আলীকে সভাপতি করে উপজেলা জাসদ কমিটি গঠিত হয়। সভাপতি মনছফ আলীর মৃত্যুর পর মনির উদ্দীন খান সভাপতি পদে আসীন হন।

তবে এ কমিটি উপজেলায় সাংসদের বরাদ্দ বণ্টন ছাড়া তেমন একটা প্রভাব ফেলতে পারেনি। উপজেলা আওয়ামীলীগের পদ বঞ্চিত নেতৃবৃন্দদের নিয়ে সাংসদের কার্যক্রম চলে আসছে। এ অবস্থায় আওয়ামীলীগের বিভক্ত হয়ে পড়া উপজেলা আওয়ামীলীগের একাংশের নেতৃবৃন্দ বাদলের ছায়াসঙ্গী হয়ে পড়ে।

এদিকে দক্ষিণজেলা আওয়ামীলীগের সভাপতি বর্ষিয়ান রাজনীতিবিদ মোছলেম উদ্দীন আহমেদ উপজেলা আওয়ামীলীগের সক্রিয় নেতৃবৃন্দদের নিয়ে তৃণমূল পর্যায়ে কাজ করে চলেছেন। ফলে তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দরা আসন্ন জাতীয় নির্বাচনে মোছলেম উদ্দীন আহমদকে চট্টগ্রাম-৮ আসনের নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে দেখতে চান। তৃণমূল নেতাদের দাবি অন্যান্য উপজেলার তুলনায় বোয়ালখালীতে কাঙ্খিত উন্নয়ন হয়নি। আওয়ামীগ বৃহৎ একটি দল। এ উপজেলায় দলের প্রবীণ অভিজ্ঞ বর্ষিয়ান রাজনীতিবিদ রয়েছেন। জনপ্রিয় এসব ব্যক্তিদের মধ্য থেকে নৌকা প্রতীকের প্রার্থী করার সময় এসেছে এবার।

তবে এবারও যদি জোটগতভাবে আওয়ামীলীগ নির্বাচনে গেলে শরীকদল হিসেবে বর্তমান সাংসদ মঈন উদ্দীন খান বাদল এ আসনের নৌকা প্রতীকের প্রার্থী হবেন বলে জানিয়েছেন তিনি। এ আশা নিয়ে বুক বেঁেধছেন উপজেলা জাসদের নেতৃবৃন্দ।

সম্প্রতি বাদলের সহধর্মীনি সেলিনা খান বাদল মনোনয়ন প্রত্যাশী হওয়ায় ও বাদলের ছায়াসঙ্গী উপজেলা আওয়ামীলীগের একাংশের নেতৃবৃন্দরা আবদুল কাদের সুজনকে প্রার্থী হিসেবে চাওয়ায় নতুন মোড় নিয়েছে নৌকা প্রতীকের প্রার্থীতা নিয়ে।

এ ব্যাপারে উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক প্রবীণ রাজনীতিবিদ নুরুল আলম বলেন, নৌকা যার, নেতা কর্মীরা তার হয়ে কাজ করবে। দলের সভাপতি শেখ হাসিনা যে সিদ্ধান্ত নেবেন সেটাই চুড়ান্ত। তবে আওয়ামীলীগ অযোগ্য কোনো প্রার্থীকে মনোনয়ন দেয় না।