অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

পাঁচলাইশে ডিবি পরিচয়ে ছিনতাই

0
.

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার কিষালয় কমিউনিটি সেন্টারের সামনে ডিবি পরিচয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ডিবি পুলিশ পরিচয় দিয়ে টেম্পু থেকে নামিয়ে এক ব্যাক্তির কাছ থেকে ৩৪ হাজার টাকা নিয়ে গেছে ছিনতাইকারীরা।

আজ বৃহস্পতিবার (৪অক্টোবর) বেলা আড়াইটার দিকে এই ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার চকবাজার এলাকার হোটেল ফয়জুন এর কর্মচারী নজরুল ইসলাম নান্নু পাঠক ডট নিউজকে বলেন, আজ দুপুরে আমি মুরাদপুর ট্রাস্ট ব্যাংক থেকে হোটেলের জন্য ৩৪ হাজার টাকা ভাংতি করে টেম্পুযোগে চকবাজার ফিরছিলাম। কিষালয় কমিউনিটি সেন্টারের সামনে আসলে তিন ব্যাক্তি ডিবি পুলিশ পরিচয় দিয়ে আমাকে টেম্পু থেকে নামিয়ে ফেলে। এসময় তারা আমাকে মারধর করে একটি সিএনজিতে উঠিয়ে নিয়ে যায়। তারা আমাকে বহদ্দারহাট ফ্লাইওভারের এককিলোমিটার এলাকায় নিয়ে রাস্তায় ফেলে দেয়। ছিনতাইকারীরা আমার সাথে থাকা ৩৪ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

এবিষয়ে জানতে চাইলে পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ পাঠক ডট নিউজকে বলেন, ডিবি পরিচয়ে ছিনতাইয়ের ঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আমরা ব্যাংক ও রাস্তার আশপাশের বিভিন্ন সিসি টিভির ফুটেজ সংগ্রহ করেছি। ছিনতাইয়ের সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা করছি।