অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সারাদেশে বিএনপি’র বিরুদ্ধে ৯০ হাজার মামলা, আসামি ২৫ লক্ষাধিক

0
.

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, তাদের দলকে আগামী নির্বাচন থেকে দূরে রাখতে সরকার সব রকমের প্রচেষ্টা চালাচ্ছে।

তিনি একটি পরিসংখ্যান দিয়ে বলেন, সরকার বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ৯০ হাজার ৩৪০টি মামলা করেছে। যেসব মামলায় ২৫ লাখেরও অধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

আজ শনিবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই পরিসংখ্যান তুলে ধরে মির্জা ফখরুল আরও বলেন, এতে প্রমাণিত হয় যে, সরকার সম্ভাব্য সকল প্রচেষ্টা চালাচ্ছে যাতে বিএনপি আগামী নির্বাচনে অংশ নিতে না পারে।

.

বিএনপি মহাসচিব উল্লেখ করেন, ২০০৯ সাল থেকে চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিএনপির ২৫ লাখ ৭০ হাজার ৫৪৭ জন নেতাকর্মীর বিরুদ্ধে ৯০ হাজার ৩৪০টি ‘মিথ্যা মামলা’ দায়ের হয়েছে। এছাড়া গত ১ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত ৪ হাজার ১৪৯ ‘গায়েবি মামলায়’ ২ লাখ ৭৬ হাজার ২৭৭ জনকে আসামি করা হয়েছে।

দলের লাখ লাখ নেতাকর্মীদের বিরুদ্ধে এত সংখ্যক মামালার ঘটনাকে ‘অবিশ্বাস্য!’ বলেও উল্লেখ করেন মির্জা ফখরুল ।

তিনি বলেন, তাদের দলের চেয়ারপার্সন খালেদা জিয়াকে ‘মিথ্যা’ মামলা দিয়ে কারাগারে আটক রাখা হয়েছে এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক জিয়াকে ‘মিথ্যা’ মামলা দিয়ে নির্বাসনে পাঠানো হয়েছে। এছাড়া তাদের সিনিয়র নেতাদের মামলাগুলো দ্রুত শেষ করা হচ্ছে, যাতে তারা আগামী নির্বাচনে অংশ নিতে না পারে।

ফখরুল বলেন, ‘দেশের জনগণ একটি সুষ্ঠু নির্বাচন এবং সরকার পরিবর্তন চায়। এজন্য একটি বিশ্বাসযোগ্য নির্বাচন প্রয়োজন যাতে সকল বিরোধী দল অংশ নিতে পারে।

বিএনপি মহাসচিব সবলেন, ‘আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে সুষ্ঠু নির্বাচনের জন্য অবশ্যই উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। আমাদের নেত্রীকে (খালেদা) কারাগার থেকে মুক্তি দিতে হবে। আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সকল মামলা প্রত্যাহার করতে হবে। নির্বাচনী পরিবেশ তৈরির জন্য আমাদের সাত দফা দাবি মেনে নিতে হবে।