অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

মায়ের পাশেই চির নিদ্রায় আইয়ুব বাচ্চু

0
.

অবশেষে লাখো ভক্ত, শ্রোতা ও দেশবাসীকে কাঁদিয়ে চৈতন্য গলির কবরাস্থানে মায়ের পাশেই চির নিদ্রায় চলে গেলেন দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু।

আজ শনিবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় নগরীর চৈতন্য গলির ২২ মহল্লার কবরাস্থানে দাফন করা হয়েছে চট্টগ্রামেরে এই কৃতি সন্তানকে।

এর আগে চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে কিংবদন্তি ব্যান্ড সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর চতুর্থ জানাজা হয়। আজ শনিবার আছরের নামাজের পর জানাজায় অংশ নিতে সাধারণ মানুষের ঢল নামে জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে।

জানাজায় মেয়র আ জ ম নাছির, নগর বিএনপির সভাপতি ডাক্তার শাহাদাত হোসেনসহ গণ্যমান্য ব্যাক্তি উপস্থিত ছিলেন।

বেলা তিনটা থেকে মসজিদ প্রাঙ্গণে রাখা আইয়ুব বাচ্চুর মরদেহে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান তাঁর ভক্ত আর শুভানুধ্যায়ীরা। ফুলে ফুলে ঢেকে যায় কফিনটি। ভক্ত, সাধারণ মানুষ, রাজনীতিবিদ, শিল্পী, সাহিত্যিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সেখানে ভিড় করেন। একপর্যায়ে মসজিদের মাঠ ছাপিয়ে পাশের সড়কে চলে যায় ভিড়। যানচলাচল বন্ধ হয়ে যায় ওয়াসা-আলমাস মোড় সড়কে।

জানাজা শেষে আইয়ুব বাচ্চুর কফিন নেয়া হয় নগরীর স্টেশন রোডস্থ চৈতন্য গলির কবরাস্থানে সেখানে শেষ মুনাজাতের পর নিকট আত্মীয়রা মায়ের কবরের পাশে তাঁকে কবর দেন।