অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

পাকিস্তানকে জবাব দিতে হবে: মোদি

2
modi
ভারতের ৭০তম স্বাধীনতা দিবস উপলক্ষে সোমবার দিল্লির লালকেল্লায় ভাষণ দেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সারা পাকিস্তানের নিষ্ঠুরতার জবাব অবিলম্বে দেওয়া হবে বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সোমবার দিল্লির লালকেল্লায় ভারতের ৭০তম স্বাধীনতা দিবস উপলক্ষে আজ দেওয়া এক ভাষণে নরেন্দ্র মোদি এ কথা বলেন।

মোদি বলেন, ভারতের এই প্রতিবেশী রাষ্ট্র যেভাবে সন্ত্রাসবাদী কার্যকলাপে সমর্থন করছে, তা নিন্দনীয়। ভারতের মাটিতে কোনো অবস্থাতেই জঙ্গি কার্যকলাপ বরদাশত করা হবে না বলেও জানান তিনি।

তিনি বলেন, স্বচ্ছতাই তাঁর সরকারের মূল উদ্দেশ্য। ভারতের প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি মোকাবিলা করতে তাঁর সরকার বদ্ধপরিকর। দল নয়, দেশের নাম উজ্জ্বল করাই তাঁর সরকারের মূলমন্ত্র বলেও জানান মোদি।

হিংসা ও অত্যাচারের কোনো স্থান ভারতে নেই দাবি করে তিনি বলেন, দলিত, আদিবাসী সবাই আমরা একই পরিবারের সদস্য। আর আমাদের পরিবারের নাম ভারত।

নরেন্দ্র মোদি আরো বলেন, শুধু অহংকার দিয়ে গণতন্ত্র চলে না। ত্যাগ, অনুশাসন ছাড়া কিছু হয় না। দায়িত্বশীল সরকারই পারে একমাত্র দেশের বদল আনতে, যে দায়িত্ব তাঁর সরকারের রয়েছে বলে দাবি করেন মোদি।

মোদি দাবি করেন, আগে ভারতের মাটিতে সরকারকে ঘিরে থাকত মানুষের অভিযোগ। আর এখন সরকারকে ঘিরে মানুষের মধ্যে প্রত্যাশা সৃষ্টি হয়েছে। ভারতের প্রতিটি রাজ্যকে সুরাজ্য হিসেবে প্রতিষ্ঠিত করতে চান বলেও জানান তিনি।

২ মন্তব্য
  1. Alim Uddin বলেছেন

    পাকিস্তানে মুতি দবো হেতের গাল ভরি।

  2. Solaiman Mohammad বলেছেন

    রেডি হচ্ছে পাকিস্তান, বাঁশ দিবে,