অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বিএনপির সাথে নয়, সংলাপে বসছি ঐক্যফ্রন্টের সাথে: কাদের

1
.

নিবন্ধনবিহীন কোনো দল সংলাপে অংশ নেয়ার সুযোগ নেই জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা বিএনপির সাথে নয়, সংলাপে বসছি ঐক্যফ্রন্টের সাথে।

সকল সমস্যার সমাধান সংলাপের টেবিলে হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব মন্তব্য করেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, গণতন্ত্রের ধারা অব্যাহত রাখার স্বার্থেই ড. কামালেরর চিঠির জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, চিঠির সাথে ৭ দফা দাবি ও ১১টি লক্ষ্য নিয়ে ঐক্যফ্রন্ট আলোচনা করতে চান, আমরা মোস্ট ওয়েলকাম জানাচ্ছি। আলোচনা হবে টেবিলে।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকারের সাথে নয়, সংলাপ হবে আওয়ামী লীগের সাথে। সংলাপে কতজন অংশ নেবে তা ঐক্যফ্রন্টের তালিকা দেখে আওয়ামী লীগের তালিকা চূড়ান্ত করা হবে

তিনি আরও বলেন, তাদের দাবিগুলো মেনে নেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি, কিছু বিষয়ে সিদ্ধান্ত নেবে আদালত।

আরেক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, কারো চাপে সংলাপ আয়োজন করা হয়নি ।

প্রধানমন্ত্রীর চিঠিতে বলা হয়েছে ‘সংবিধানসম্মত বিষয়ে সংলাপ হবে.. সাত দফাকে সংবিধানসম্মত মনে করেন কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সংলাপের টেবিলে বসে সব বিষয়ে আলোচনা হবে।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচনকালীন সরকার বলতে এই সরকারই নির্বাচনকালীন সরকার। নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে। সরকারের অধীনে নির্বাচন হবে না।

অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমান সরকারের সাইজ (মন্ত্রিসভার আকার) বহাল থাকার সম্ভাবনা বেশি। নতুন মুখ যোগ হতেও পারে, নাও হতে পারে ।

১ টি মন্তব্য
  1. FilmPoker বলেছেন

    Valuable information. Fortunate me I found your website by accident, and I’m surprised why this twist of fate
    didn’t happened in advance! I bookmarked it.