অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চবি শিক্ষক মাইদুল কারাগার থেকে মুক্তি পেয়েছেন

0
.

তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় দায়ের হওয়া একটি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার ২০ দিন পর কারামুক্ত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাইদুল ইসলাম। 

 
আজ মঙ্গলবার দুপুরের দিকে তিনি চট্টগ্রাম কেন্দ্রিয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন।   
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ফেসবুকে কুটুক্তির অভিযোগে দায়ের হওয়া এ মামলায় হাই কোর্টের দেওয়া আট সপ্তাহের জামিন শেষে ২৪ সেপ্টেম্বর চট্টগ্রামের জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন মাইদুল ইসলাম। 
 
আদালত তা নাকচ করে দিয়ে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। 
 
পরদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মাইদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করে।
 
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিক বলেন, সোমবার রাতে উচ্চ আদালতের জামিন আদেশ কারাগারে পৌঁছানোর পর তা যাচাই-বাছাই করে মাইদুল ইসলামকে আজ মুক্তি দেওয়া হয়েছে।
 
মাইদুলের আইনজীবী ভুলন লাল ভৌমিক বলেন, হাই কোর্টের জামিন আদেশ গতকাল এসে পৌঁছে। বেইল বন্ড জমা দিতে গতকাল সন্ধ্যা হয়ে যায়। তাই আজ মুক্তি পেয়েছেন।
 
উল্লেখ্য কোটা সংস্কার আন্দোলনকারীদের পক্ষে ফেসবুক স্ট্যাটাসে মাইদুল ইসলাম প্রধানমন্ত্রীকে নিয়ে ‘কটূক্তি’ করেছে অভিযোগে গত ২৩ জুলাই মাইদুল ইসলামের বিরুদ্ধে হাটহাজারি থানায় তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা করেন সাবেক ছাত্রলীগ নেতা ইফতেখারুল ইসলাম।