অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সীতাকুণ্ডে মুক্তিযোদ্ধা সোলাইমান চৌধুরীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

0
.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
সীতাকুণ্ডের বিশিষ্ট মুক্তিযোদ্ধা মোঃ সোলাইমান চৌধুরী ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

আজ বৃহস্পতিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় নিজ বাড়ি উপজেলার সোনাইছড়িস্থ ফুলতলা গ্রামে তিনি মারা যান। তিনি দীর্ঘদিন যাবত হৃদরোগে ভুগছিলেন। তিনি অত্র এলাকার মরহুম আহমদ চৌধুরীর ২য় পুত্র।

বিকালে সোনাইছড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

এর আগে মরহুম সোলাইমান চৌধুরীকে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদান করা হয়। তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় উপজেলা প্রশাসন এবং সীতাকুণ্ড মুক্তিযুদ্ধা কমান্ডারের পক্ষ থেকে মরহুমের কফিনে পুস্পমাল্য অর্পণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কামরুজ্জামান, সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান মনির আহমেদ, হাফিজ জুট মিলস সিবিএ সাবেক সাধারণ সম্পাদক দিদারুল আলম চৌধুরী, শীতলপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি মাস্টার জাকির হোসেেন, মুক্তিযোদ্ধা আবুল কালাম, সমাজ সেবক ফারুক মোনাইদিন, এনামুল হক চৌধুরী, রবিউল হক, সাহাবউদ্দিনসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ।