অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চবি’র উপ-উপাচার্য ড. শিরিনকে সংবর্ধনা দিল বাংলা উৎসব

0
ড. শিরিন আকতারকে চবি’র প্রথম নারী উপাচার্য নিযুক্ত হওয়ায় ক্রেষ্ট দিয়ে সম্মাননা জানাচ্ছেন চট্টগ্রাম কলেজের বাংলা বিভাগের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপ-উপাচার্য শিক্ষাবিদ ও লেখক ড. শিরিন আকতারকে সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম কলেজের বাংলা বিভাগের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সংগঠন বাংলা উৎসব।

কলেজের অধ্যক্ষের কার্যালয়ে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই সতীর্থকে অভিনন্দন জানান প্রাক্তন সতীর্থরা।

চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ ও বাংলা বিভাগের প্রাক্তন শিক্ষার্থী প্রফেসর জেসমিন আক্তারের সভাপতিত্বে এবং অধ্যাপক মোহাম্মদ আবদুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম কলেজের সাবেক অধ্যক্ষ বিশিষ্ট কথাশিল্পী প্রফেসর শেখর দস্তিদার, চট্টগ্রাম চেম্বারের সাবেক সচিব কবি অভিক ওসমান, দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ সম্পাদক কবি সৈয়দ উমর ফারুক, অধ্যাপক জিন্নাত পারভীন সাকী, অধ্যাপক হাসনা হেনা চৌধুরী, প্রভাষক কামরুন নাহার রোজী প্রমুখ।

এছাড়া ড. শিরিনকে উৎসর্গ করে কবিতা পাঠ করেন সৈয়দ উমর ফারুক, নাছিমা শওকত, তাসকিয়াতুন নুর তানিয়া।

সংবর্ধনার জবাবে ড. শিরিন বলেন, এ জীবনে আমার যা কিছু অর্জন তা এ কলেজের বাংলা বিভাগ থেকেই। আমার সতীর্থরা আমার জীবন গড়ায় সহযোগিতা দিয়েছেন। বড় ভাই শেখর দস্তিদার আর বন্ধু অভীক আমার ক্রান্তিকালে উদারভাবে এগিয়ে এসেছেন। এ ঋণ শোধ হওয়ার নয়।

এছাড়া আমার এ পদে আসার ব্যাপারে উৎসাহ যুগিয়েছেন অনুজ প্রতীম সৈয়দ উমর ফারুক, প্রফেসর জেসমিন আকতার, প্রফেসর জিন্নাত পারভীন সাকী প্রমুখ। তাদের অনুপ্রেরণা আমি চিরদিন স্মরণ করব।