অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

মীরসরাই বিএনপির ১২ নেতাকর্মী এক দিনের রিমান্ডে

0
.

চট্টগ্রাম শহরের হোটেল সফিনা থেকে গ্রেফতার হওয়া মীরসরাই উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুল আউয়াল চৌধুরী ও যুগ্ম আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী সহ ১২ নেতা-কর্মীকে এক দিনের রিমান্ডে নিয়েছে সিএমপির কোতোয়ালী থানা পুলিশ।

আজ সোমবার (৫ নভেম্বর) মহানগর হাকিম খায়রুল আমিন এই রিমান্ডের আদেশ দেন।

এর আগে গতকাল রবিবার কোতোয়ালী থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত ১২ নেতাকর্মীর এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৩ অক্টোবর রাত নয়টার দিকে নগরীর জুবলী রোড়ে অবস্থিত হোটেল সফিনা থেকে তাদের গ্রেফতার করে কোতয়ালী থানা পুলিশ। তাদের বিরুদ্ধে সরকার উৎখাতের পরিকল্পনার জন্য নাশকতার প্রস্তুতি মামলা দেয়া হয়। এছাড়া সম্প্রতি ছাত্র আন্দোলনের সময় মীরসরাই থানায় দায়েরকৃত মামলায়ও তাদের গ্রেফতার দেখানো হয়েছে।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ মহসিন জানান, গতকাল রবিবার আসামীদের জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদালতে সাত দিনের রিমান্ড আবেদর করেন মামলার তদন্ত কর্মকর্তা এস আই আব্দুল্লাহ। বিচারক শুনানী শেষে আজ সোমবার একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

 অতিরিক্ত পুলিশ কমিশনার নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী জানান, বলেন, কোতোয়ালী থানার একটি নাশকতার মামলায় বিএনপি ১২ নেতাকর্মীর একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রিমান্ড মঞ্জুর হওয়া বিএনপি নেতাকর্মীরা হলেন, শাহিদুল ইসলাম চৌধুরী (৫০), এটিএম মঞ্জুরুল হক (৫৩), আব্দুল আউয়াল চৌধুরী (৬০), মোহাম্মদ নুরনবী (৪১), নাজিম উদ্দিন (২৮), ওমর ফারুক বাবলু (২৮),মহিউদ্দিন (৪৮), মাসুম বিল্লাহ (২৮), মঈন উদ্দিন (৪৩), আব্দুর রহিম (৪৮), জাফর ইকবাল (৪০), মনোয়ার হোসেন শাওন (২৯)।