অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

অপহৃত শিশু দুই মাস ২১ দিন পর উদ্ধার, গ্রেফতার ২

0
.

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকা থেকে অপহরণের দুই মাস ২১ দিন পর নাঈসুল হাসান (৭) নামে এক শিশুকে উদ্ধার করেছে র‌্যাব সদস্যরা। এসময় দুই অপহরণকারীকে গ্রেফতার করা হয়।

সোমবার রাত ১২টার দিকে থানার রফিক সওদাগরের কলোনী থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

র‌্যারের সহকারী পরিচালক (মিডিয়া) ও এএসপি মো. মাশকুর রহমান বিষয়টি পাঠক ডট নিউজকে নিশ্চিত করেছেন।  তিনি জানান,গত ৫ নভেম্বর কক্সবাজারের মহেশখালীর জনৈক আব্দুল হাই (৩৮), অভিযোগ করেন, তার ছেলে নাঈমুল হাসান (৭) কে অপহরণকারীরা পেকুয়া কক্সবাজার হতে অপহরণ করে নিয়ে যায় এবং জানা যায় অপহরণকারীরা বর্তমানে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানা এলাকায় অবস্থান করছে।

উক্ত ঘটনার প্রেক্ষিতে র‌্যাব-৭, চট্টগ্রাম ভিকটিমকে উদ্ধারের লক্ষ্যে ব্যাপক গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে। র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন রফিক সওদাগরের কলোনীর (বাস্তুহারা উত্তর পশ্চিম কোনে) জনৈক সোহেল এর ভাড়া করা বাসায় অপহরণকারীরা অবস্থান করছে।

র‌্যাবের একটি দল গতকাল ৫ নভেম্বর সাড়ে ১১টার দিকে উক্ত এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী মোঃ সোহেল (৩০) এবং মোঃ পারভেজ (২২)কে গ্রেফতার করে এবং শিশু নাঈমুল হাসান (৭) কে উদ্ধার করেছে।