অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

শর্ত সাপেক্ষে নির্বাচনে যাওয়ার ঘোষনা দিতে পারে ঐক্যফ্রন্ট

0
.

জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে অংশ গ্রহণ করার ক্ষেত্রে সরকারের কাছে কিছু শর্ত উপস্থাপন করবে। এই শর্তগুলো মেনে নিলেই আনুষ্ঠানিকভাবে নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি জানাবে ঐক্যফ্রন্ট।
শনিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে ঐক্যফ্রন্টের বৈঠক শুরুর আগে বেইলী রোডে ড. কামাল হোসেনের বাসা থেকে এসব কথা জানিয়েছেন গণফোরমের নেতারা।
তারা বলেছেন, ওই শর্তগুলোর মধ্যে তফসিল পেছানো এবং নির্বাচন কমিশন পূনর্গঠনের দাবি থাকবে। ড. কামাল হোসেনের বাসায় অনুষ্ঠিত বৈঠকে অংশ নিয়েছিলেন- অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মোস্তফা মহসিন মন্টু, মফিজুল ইসলাম খান কামাল, আ অ ম সফিউল্লাহ, জগলুল হায়দার আফ্রিক, রওশন ইয়াজদানী প্রমুখ।
ঐক্যফ্রন্ট সূত্র জানিয়েছে, গুলশানে বৈঠক শেষে রাতেই ড. কামাল হোসেনের বাসায় আসবেন ঐক্যফন্টের মুখ্যপাত্র বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।