অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

কোতোয়ালী আসনে কারাবন্দি ডা. শাহাদাতের পক্ষে উঠান বৈঠক

0
.

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ আসনে বিএনপির মনোনীত চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি কারাবন্দি ডা. শাহাদাত হোসেনের ধানের শীষের পক্ষে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ ৩০ নভেম্বর শুক্রবার বিকেলে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর মেহেদীবাগস্থ বাসভবন চত্ত্বরে চট্টগ্রাম-৯ আসনের প্রত্যেক নেতাকর্মী উপস্থিত হয়ে একাত্মতা প্রকাশ করেন।

চট্টগ্রাম মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম সাইফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট বদরুল আনোয়ার, সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম, সুপ্রীমকোর্ট বার সদস্য এডভোকেট দেলোয়ার হোসেন চৌধুরী, চবি শিক্ষক অধ্যাপক নসরুল কদির, সাংবাদিক জাহিদুল করিম কচি।

চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ইয়াসিন চৌধুরী লিটনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান, মনজুর আলম মনজু, ড্যাব নেতা অধ্যাপক ডা. আবদুল আলীম, অধ্যাপক ডা. তমিজ উদ্দিন আহমদ, অধ্যাপক ডা. জসিম উদ্দিন, সম্পাদকবৃন্দ কাউন্সিলর ইয়াছিন চৌধুরী আশু, মো. শাহ আলম, হাজী মো. তৈয়ব, জিয়া উদ্দিন খালেদ চৌধুরী, হাজী নুরুল আকতার, ইব্রাহিম বাচ্চু, ডা. এস এম সরওয়ার আলম, মনজুর রহমান চৌধুরী, সাইফুর রহমান বাবুল, সহসম্পাদকবৃন্দ মোঃ ইদ্রিস আলী, অধ্যক্ষ খোরশেদ আলম, আবুল খায়ের মেম্বার, ডা. শাকির উর রশিদ, ডা. লুসি খান, শফিক আহমদ, ইসমাইল বাবুল, মোস্তাফিজুর রহমন বুলু, সালাহ উদ্দিন লাতু, হাজী বাদশা মিয়া, মহিলা দলের বেগম ফাতেমা বাদশা, জেলী চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের এইচ এম রাশেদ খান,তাঁতীদলের জাহাঙ্গীর আলম, বিএনপির সদস্য জেসমিনা খানম, আলী ইউসুফ, মো. জাকির হোসেন, মনজুর কাদের মিন্টু, আলমগীর আলী, শাহেদা বেগম, রেজিয়া বেগম মুন্নি, যুবদল নাজিমুল হক নাজু, নাসিম চৌধুরী, যুগ্ম সম্পাদক এরশাদ হোসেন, এমদাদুল হক বাদশা, বিএনপি নেতা কাউন্সিলর ইসমাইল বালি, আবু আহমদ, জামাল আহমেদ, খায়রুজ্জামান জুনু, আবদুল্লাহ আল ছগির, মো. সালাহ উদ্দিন, এস এম মফিজ উল্লাহ, খন্দকার নুরুল ইসলাম, মনজুর আলম মনজু, তৌহিদুস সালাম নিশাদ, সাদেকুর রহমান রিপন, আবু মহসিন চৌধুরী, জসিম মিয়া, জাহেদ উল্লাহ রাশেদ, ছৈয়দ আবু বশর, সাব্বির আহমেদ, রিয়াদ খান, হাবিবুর রহমান হাবিবসহ বিএনপি, যুবদল ও ছাত্রদল এর অসংখ্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে এ এম নাজিম উদ্দিন বলেন, গণতন্ত্র ও দেশীনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের অংশ হিসেবে বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে। দেশবাসীরও বিশ্বাস ছিলো লেভেল প্লেয়িং ফিল্ড সৃষ্টির মাধ্যমে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু এখনো সবদলের জন্য সমান সুযোগ সৃষ্টি তৈরী হয়নি। সাজানো প্রশাসনযন্ত্র ও ক্ষমতাসীন দলের নেতাদের বক্তব্যে লেভেল প্লেয়িং ফিল্ড গঠনের কোন চিন্তা নেই। সরকার ও নির্বাচন কমিশন গ্রহণযোগ্য নির্বাচনের বদলে যে কোন প্রকারে নির্বাচনে বিজয়ী হওয়ার নীতি গ্রহণ করেছে।

চট্টগ্রামে এখনো সংসদ নির্বাচনের সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ সৃষ্টি হয়নি। প্রত্যেক দলের সমান সুযোগ এখনো তৈরী হয়নি। প্রশাসন পুরোপুরি সরকারী দলের নিয়ন্ত্রণে। মানুষের ভোট দেয়ার নিশ্চয়তার পরিবেশ সৃষ্টি হয়নি। তিনি বলেন, ডা. শাহাদাত হোসেন চট্টগ্রামের গণ মানুষের নেতা। তিনি একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে সর্বমহলে পরিচিত। একজন পেশাজীবি নেতা হিসেবে সকলের কাছে সমাদৃত। তার মত একজন নেতাকে অন্যায়ভাবে জেলে বন্দি করে রাখার জবাব চট্টগ্রামবাসী ব্যালেটের মাধ্যমে দিবে। চট্টগ্রাম-৯ আসনে ইভিএম পদ্ধতির মাধ্যমে ভোট গ্রহণের সিদ্ধান্ত বাতিল করতে হবে। তিনি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কারাবন্দি ডা. শাহাদাতের মুক্তির ব্যাপারে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামান করেন এবং বিএনপি নেতা মাহবুবুর রহমান শামীম, আবুল হাসেম বক্করসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবী জানান।