অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

খ্যাতনামা আলোকচিত্রী আনোয়ার হোসেনের লাশ উদ্ধার

0
.

আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলোকচিত্রী ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত চিত্রগাহক আনোয়ার হোসেন আনুর (৭০) লাশ পাওয়া গেছে হোটেলে। রাজধানীর পান্থপথে হোটেল ওলিও’র একটি কক্ষে শনিবার সকালে খ্যাতি সম্পন্ন আলোকচিত্রীকে মৃত অবস্থায় পাওয়া গেছে। তিনি কিছুদিন আগেই ফ্রান্স থেকে দেশে এসেছেন।

শেরেবাংলা থানার এএসআই তপনকুমার সরকার জানান, গত ২৮ নভেম্বর তিনি হোটেল ওলিও’র ৮০৯ নম্বর কক্ষে উঠেন।

আজ শনিবার তাকে তার হোটেল কক্ষে মৃত অবস্থায় পাওয়া গেছে। সুরতহাল শেষে তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। পুলিশের ধারনা তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন।

আনোয়ার হোসেন বাংলাদেশের আন্তর্জাতিকমানের একজন আলোকচিত্রী। তিনি ১৯৪৮ সালের ৬ অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করেন।

১৯৬৭ খ্রিস্টাব্দে মাত্র দুই ডলার ( ৩০ টাকা) দিয়ে কেনা প্রথম ক্যামেরা দিয়ে তার আলোকচিত্রী জীবনের শুরু। পরবর্তিতে ২০ বছর আলোকচিত্রের মাধ্যমে বাংলাদেশকে আবিষ্কারের চেষ্টা করেছেন।

সূর্যদীঘল বাড়ি (১৯৭৯), এমিলের গোয়েন্দা বাহিনী (১৯৮০), পুরস্কার (১৯৮৩), অন্য জীবন (১৯৯৫) ও লালসালু (২০০১) সিনেমায় শ্রেষ্ট চিত্রগ্রাহক হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছেন।