অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সীতাকুণ্ডে মহাজোটের কোন প্রার্থী নেই, আ.লীগ-জাপার আলাদা প্রার্থী

0
.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড সংসদীয় আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতীয় পার্টি মনোনিত প্রার্থী আলহাজ্ব দিদারুল কবির দিদারের সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় সীতাকুণ্ড প্রেসক্লাবে উক্ত সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সন্মেলনে জাতীয় পার্টির প্রার্থী দিদারুল কবির দিদার বলেন, এবারের নির্বাচনে মহাজোটে জাতীয় পার্টি আসন পাওয়ায় দলের নেতা-কর্মীরা সন্তষ্ট নয়। কিন্তু মহাজোটের স্বার্থে আমরা তা মেনে নিয়েছি। মহাজোটের দেয়া ২৯ আসন ছাড়াও আমাদের প্রার্থীরা আরও ১৩২ আসনে উন্মুক্ত নির্বাচন করবে। তারই ফলশ্রুতিতে চট্টগ্রামের জনগুরুত্বপূর্ণ এ আসনে আওয়ামীলীগের প্রার্থীর পাশাপাশি নির্বাচনে অংশগ্রহনে দল থেকে লাঙ্গল প্রতীকের প্রার্থী হিসাবে আমাকে মনোনিত করেছেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে দিদারুল কবির বলেন, সীতাকুণ্ড আসনে মহাজোটের কোন প্রার্থী নাই, আওয়ামীলীগ থেকে একজন জাতীয় পার্টি থেকে একজন। উন্মুক্ত নির্বাচনে মহাজোটের কোন ক্ষতি হবে না। কারণ,মহাজোটভুক্ত যে প্রার্থী শক্তিশালী, তাকেই সমর্থন দেয়া হবে।

সংবাদ সন্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর জেলা জাতীয় পার্টি সহ-সভাপতি হাজ্বী নুরনবী ভূইয়া, উপজেলা জাতীয় পার্টি সভাপতি রেজাউল করিম বাহার, সাধারণ সম্পাদক রফিকুল আলম,জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফছিউল আলম ভুইয়া, মানিক বড়ুয়া,শওকত আলীসহ বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মী।