অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বসুন্ধরা সিটি শপিং মলে অগ্নিকাণ্ড

0
Rizvy-pic-1
আগুনের ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে পুরো বসুন্ধরা সিটি।

রাজধানীর বসুন্ধরা সিটি শপিংমলে ৬ তলায় জুতার দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায় নি। ৬ নম্বর ফ্লোরে পুরোটাতেই আগুন ছড়িয়ে পড়েছে। সি ব্লক থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।

রবিবার বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কিনা তা জানা যায় নি। ভেতরে থাকা লোকজনের মধ্যে কয়েকজনকে বের করে আনা হয়েছে।

1471759440
৬ তলায় জুতার দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে বলে জানান ব্যবসায়িরা।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার কথা জানতে পেরে ঘটনাস্থলে প্রথমে ৮টি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আরো ১১টি ইউনিট বসুন্ধরা শপিং মলে যায়। এর মধ্যে তিনটি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

আজ দুপুর সোয়া ১টার দিকে প্রত্যক্ষদর্শী খলিল মার্কেট থেকে বের হয়ে জানান, অগ্নিকাণ্ডের পরপরই ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তা করার জন্য তিনি মার্কেটে প্রবেশ করেছিলেন। এই আগুনে লেভেল-৬ এর বেশিরভাগ দোকান পুড়ে গেছে। আগুন ইতোমধ্যে ৭ ও ৮ নম্বর লেভেলে ছড়িয়ে পড়েছে।

লেভেল ৭ এ রয়েছে কাপর ও জুতার দোকান। অন্যদিকে লেভেল ৮ এ রয়েছে খাবারের দোকান ও সিনেপ্লেক্স।

জানা গেছে, আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ফায়ার সার্ভিস কর্মী, পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে। ওই এলাকা কর্ডন করে রাখা হয়েছে। চারপাশে কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে। ধোঁয়া বের হওয়ার জন্য ফায়ার সার্ভিস কর্মীরা শপিংমলের গ্লাসগুলো ভেঙে দিয়েছেন।

উল্লেখ্য, রাজধানীর অন‌্যতম এই শপিং মলে ২০০৯ সালের ১৩ মার্চ ভয়াবহ অগ্নিকাণ্ডে সাত জন নিহত হয়েছিল।