অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে যুবলীগের দু’গ্রুপে সংঘর্ষে নিহত ১

0
.

চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকায় যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে এক যুবলীগ কর্মী নিহত হয়েছে। নিহতের নাম  মো. শাহেদ প্রকাশ রনি (২৮)।

বুধবার (১৯ নভেম্বর) গভীর রাতে নগরীর ৩৭ নম্বর মুনিরনগর ওয়ার্ডে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ বলেন,  বুধবার রাত সাড়ে ১২টা থেকে পৌনে ১টার দিকে মুন্সিপাড়া এলাকায় যুবলীগ নেতা মেজবাহ উদ্দিন মোর্শেদ এবং দেবাশীষ পাল দেবু’র অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয় । এরপর একপক্ষ শাহেদকে একা পেয়ে তাকে কুপিয়ে মারাত্মক আহত করে। তার বুকের দুইপাশে এবং মাথায় গুরুতর জখম হয়। রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।