অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

আমিন জুট মিল শ্রমিকদের অবরোধে আটকা পড়ে শাটল ট্রেন

0
6ec06a0b2bd363ef07ae237baabdb521
আমিন জুট মিল শ্রমিকদের রেল লাইন অবরোধের ফাইল ছবি।

চট্টগ্রাম নগরীর বায়জিদ থানার এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে আমিন জুট মিলের শ্রমিকরা। এসময় মুরাদপুর থেকে হাটহাজারী সড়কে যানবাহন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শহরমুখি একটি শাটল ট্রেন আটক পড়ে।

রবিবার বেলা দুইটার দিকে এ ঘটনা ঘটেছে। পরে পুলিশ ও মিলটির উর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে শ্রমিকরা অবরোধ তুলে নেয় বলে জানান, বায়োজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন।

জানাগেছে, আমিন জুট মিলের শ্রমিকদের বেতন ভাতা হয় ব্যাংকিং সিস্টেমে। চলতি সপ্তাহের বেতন ব্যাংকে জমা না হওয়ার কারণে শ্রমিকরা রবিবার দুপুরে বিক্ষোভ করে রেলপথ ও সড়ক অবরোধ করে রাখে।

প্রায় ৪৫ মিনিট অবরোধকালে চবি থেকে শহরমুখি শার্টল ট্রেন আটকা পড়ে। এবং হাটহাজারী খাগড়াছড়ি সড়কে বেশ কিছু যানবাহন আটক পড়ে। পরে পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয় বলে জানা ওসি মহসীন। তিনি জানান,পরিস্থিতি বতর্মান শান্ত এবং  স্বাভাবিক রয়েছে।