অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চন্দ্রঘোনায় আগুনে পুড়ে গেছে ১৮ দোকান

0
.

কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় কেপিএম আবাসিক এলাকার বারঘোনিয়া মার্কেটে রবিবার রাতে অগ্নিকাণ্ডে ১৮টি দোকান পুড়েছে।

খবর পেয়ে কাপ্তাই ফায়ার সার্ভিস ও রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর আগেই ১৮টি দোকান পুড়ে যায়।

আজ সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফ আহমেদ রাসেল।

কাপ্তাই ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল মান্নান আনসারী বলেন, ‘আমরা খবর পাবার সাথে সাথে ঘটনাস্থলে ছুটে যাই। লিটন সওদাগর এবং মজনু সওদাগরের দোকান থেকে আগুনের সুত্রপাত হয়।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলেও প্রাথমিকভাবে ধারণা করছেন দমকল বাহিনীর এই কর্মকর্তা।

এদিকে অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

পুড়ে যাওয়া দোকানের মধ্যে একটি কুলিং কর্ণার, লন্ড্রি শপ, ফার্নিসারের দোকান এবং কয়েকটি গুদাম ঘরও রয়েছে।