অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

জিয়াকে প্রথম রাষ্ট্রপতি বলায় সাংসদ সুবিদ আলী’র বিরুদ্ধে মামলা

4
az-Subed-Ali
আওয়ামী লীগের সংসদ সদস্য সুবিদ আলী ভূইয়া|

জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি বলার অভিযোগ এনে আওয়ামী লীগের সংসদ সদস্য সুবিদ আলী ভূইয়ার বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২২ আগস্ট) ঢাকা মহানগর হাকিম সত্যপদ শিকদারের আদালতে মামলাটি দায়ের করেন দাউদকান্দি উপজেলার যুবলীগের নেতা জিলানী সরকার।

আদালত বাদীর জবানবন্দী গ্রহণ করে পরে এ ব্যাপারে আদেশ দেবেন বলে জানান।

অভিযোগ রয়েছে, গত ১৭ আগস্ট সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি উল্লেখ করেন সুবিদ আলী।

এ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হলে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি বিষয়টি অস্বীকার করেন। সংবাদ সম্মেলনে সুবিদ আলী বলেন, জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি বলেছি-এ কথার প্রমাণ দিতে পারলে আমি দল ও সংসদ সদস্যপদ থেকে পদত্যাগ করবো।

সুবিদ আলী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকার সময় সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) ছিলেন। তিনি আওয়ামী লীগে যোগ দিয়ে ২০০৮ সালে নৌকা প্রতীকের প্রার্থী হয়ে বিএনপির প্রভাবশালী নেতা ড. খন্দকার মোশাররফ হোসেনকে হারিয়ে সংসদ সদস্য হন।

৪ মন্তব্য
  1. Mostaque Ahmed বলেছেন

    ha ha haaaaaaaaaaaaaaaaa

  2. Roman Islaam বলেছেন

    সত্য কখনও চাপা থাকেনা উনি ভালোকথাবলছে সেজন্য তাকে ধন্যবাদ

  3. Alim Jamaluddin বলেছেন
  4. Samin Shamsuddoha বলেছেন

    আজিব দেশ আজিব সার্কাস।