অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

শাহজালাল বিমানবন্দরে রিজেন্টে বিমান দুর্ঘটনায় কবলিত, যাত্রীরা অক্ষত

2
Regantairways
রিজেন্ট এয়ারওয়েজের বিমান দুর্ঘটনায় কবলিত।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুরগামী রিজেন্ট এয়ারের বিমান দুর্ঘটনায় যাত্রীরা অক্ষত রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল অ্যাভিয়েশনের মেম্বার (অপস) এয়ার কমোডর মোস্তাফিজুর রহমান।

এর আগে বুধবার দুপুর পৌনে ১২টার দিকে সিঙ্গাপুরগামী রিজেন্ট এয়ারের একটি বিমান উড্ডয়নের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে এবং চাকায় আগুন ধরে যায়। এ ঘটনায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ে সাময়িক বন্ধ ঘোষণা করা হয়।

এয়ার কমোডর মোস্তাফিজুর রহমান জানান, বিমানটিতে আগুন ধরার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করে এবং যাত্রী নিরাপদে সরিয়ে নেয়া হয়। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

রানওয়ে বন্ধ থাকার বিষয়ে তিনি বলেন, দুপুর পৌনে ১২টা থেকে একঘণ্টা রানওয়ে বন্ধ থাকার পর তা আবার খুলে দেয়া হয়েছে।

২ মন্তব্য
  1. আল হেলাল ইমন বলেছেন

    যাক আলহামদুলিল্লাহ

  2. Bahar Uddin বলেছেন

    যাত্রীরা অক্ষত থাকায় আল্লাহর দরবারে শোকরিয়া