অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

মোবাইল চার্জে রেখে গান শুনতে গিয়ে মর্মান্তিক মৃত্যু

0
.

মোবাইল চার্জে রেখে গান শুনতে শুনতে ঘুমানো অনেকের অভ্যাস। কিন্তু অনেক সময় এটাই যে বিপদের কারণ হতে পারে অনেকে হয়তো তা জানেন না। ঠিক সেরকম থাইল্যান্ডের ২৪ বছর বয়সী এক যুবক ফোন চার্জে দিয়ে ইয়ার ফোনে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিলেন। কিন্তু ঘুম থেকে আর জেগে ওঠেননি তিনি।

ব্রিটিশ দৈনিক ডেইলি মেইলের এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত রোববার এমন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডের সংবুরি প্রদেশে। ওই যুবকের নাম ক্রিতিসাদা সুপল। ধারণা করা হচ্ছে, চার্জারের মাধ্যমে বিদ্যুৎস্পৃষ্ট হয়েই তার মৃত্যু হয়েছে।

ডেইলি মেইলের প্রতিবেদনে অনুযায়ী, স্থানীয় একটি কারখানার কর্মচারী সুপল রাতে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিলেন। পরদিন সকালে বিছানা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তার কানে ছিল ইয়ারফোন। আর মোবাইল ফোনটিও চার্জে দেয়া অবস্থায় পাওয়া যায়।

স্থানীয় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, খবর পেয়ে তারা বিছানা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাছাড়া তার ব্যবহৃত ইয়ার ফোন, মোবাইল ও চার্জার পরীক্ষা করা হচ্ছে বলেও জানিয়েছেন তারা।