অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চবিতে ছাত্রত্ব বাতিলসহ ১৬ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

0
.

একজনের ছাত্রত্ব বাতিল ২জনের সনদ স্থগিতসহ ১৬ ছাত্রের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সংঘর্ষ, জঙ্গি সম্পৃক্ততাসহ বিভিন্ন অপরাধের দায়ে আজ মঙ্গলবার (১৯ফেব্রুয়ারী) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনুষ্ঠিত বোর্ড অব রেসিডেন্স, হেলথ্ অ্যান্ড ডিসিপ্লিন কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নিয়াজ মোরশেদ রিপন বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন

তিনি বলেন, সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ১৬ ছাত্রের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। এর মধ্যে ছাত্রত্ব বাতিল হয়েছে মো.মাঈন নেওয়াজ নামে একজনের। সনদ স্থগিত হয়েছে মো. জামশেদুল কবির ও মো. আনোয়ার হোসেনের।

এক বছরের জন্য বহিষ্কার হয়েছেন সৈয়দ ফাহিম জাফরী, মোশারফ হোসেন সিকদার, এইচ এম হাসানুজ্জামান, মিজানুর রহমান ফকির, মো. সাব্বির হোসেন এবং ছয় মাসের জন্য বহিষ্কার হয়েছেন মো. ইমরান নাজির ইমন, জিয়াউল হক মজুমদার, দ্বীপায়ন দেব, মো. সাবিরুল ইসলাম, অর্ণব বড়ুয়া, জুবায়ের আহমদ ও মো. মামুনুর রশিদ।

এছাড়া সামিয়ক বহিষ্কার হয়েছেন মোহাম্মদ আসফার হোসেন।