অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ডাঙ্গারচরে নিরাপদ নৌ-পারাপার বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

0
.

কর্ণফুলির ডাঙ্গারচর-সল্টগোলা ঘাটে নিরাপদ নৌ পারাপার নিশ্চিত করার লক্ষ্যে ডাঙ্গারচর নিরাপদ নৌ যাত্রী পারাপার কল্যাণ পরিষদ ও ডাঙ্গারচর সাম্পান মাঝি কল্যাণ সমিতির সচেতনতামূলক এক যৌথসভা আজ ২১ ফেব্রুয়ারি ৪ টায় ডাঙ্গারচর ঘাটঘর প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

ডাঙ্গারচর নিরাপদ নৌ যাত্রী পারাপার কল্যাণ পরিষদের আহবায়ক আবদুল মোতালেব এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদ সিরাজুল ইসলাম হৃদয়, স্থানীয় ইউপি মেম্বার সাইফুল ইসলাম বদি, স্থানীয় সংগঠন কর্ণফুলী এন্টারপ্রাইজের সাধারণ সম্পাদক মোঃ আব্বাস, ডাঙ্গারচর নিরাপদ নৌ যাত্রী পারাপার কল্যাণ পরিষদের সদস্য সচিব মোঃ মহিউদ্দীন, দিদারুল আলম,জসিম উদ্দিন,ইঞ্জিনিয়ার মহিউদ্দীন মাহিন,ডাঙ্গারচর সাম্পান মাঝি কল্যাণ সমিতির সভাপতি মনির আহমদ,সমিতির সদস্য ফখরুল ইসলাম,মোঃ আলমগীর,নুরুল ইসলাম,সাইদুল আলম, মোঃ সাজ্জাদ,আনসার আলী,মোঃ ইসহাক,জাহেদুর হক দুঃখ, নুর মোহাম্মদ,কুরবান আলী,আবু তালেব প্রমুখ।

সভায় বক্তা বলেন, ঝুঁকিপূর্ণ ডাঙ্গারচর-সল্টগোলা ঘাটে যাত্রী হয়রানি বন্ধে দু’টি সংগঠন যৌথভাবে কাজ করার আহবান করা হয়। আগামী বাংলা ১৪২৬ সনে এই ঘাট বহিরাগত কাউকে ইজারা না দিয়ে স্থানীয় মাঝি মাল্লাদের দেওয়ার জন্য সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের প্রতি দাবী জানানো হয়।