অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে চেক প্রতারণাঃ গ্রেফতারের পর ব্যবসায়ী দম্পতির শর্ত সাপেক্ষে জামিন

0
.

চট্টগ্রামে বেসরকারী ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ এর দায়ের করা চেক প্রতারণা মামলায় গ্রেফতাকৃত এক ব্যবসায়ী দম্পতিকে আদালত শর্ত সাপেক্ষা জামিন মঞ্জুর করেছেন।

আজ বৃহস্পতিবার (২৮ফেব্রুয়ারী) চট্টগ্রাম মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আবু সালেম মোহাম্মদ নোমান-এর আদালত তাদের মঞ্জুর করেন।

ব্যবসায়ী নাজমুল হুদা ফয়সাল ও তার স্ত্রী ফারজানা ইয়াসমিন।

আদালত আগামী রবিবারের মধ্যে (৩মার্চ) তাদের পাসপোর্ট আদালতে জমাদিতে  নির্দেশ দিয়েছেন।

আদালতে বাদী  পক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবি মোহাম্মদ হাসান আলী বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল বুধবার নগরীর খুলশী থানা পুলিশ পলাতক এই ব্যবসায়ী দম্পতিকে গ্রেফতার করেছিল।

আইনজীবি মোহাম্মদ হাসান আলী পাঠক ডট নিউজকে বলেন- ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ খাতুনগঞ্জ শাখার খেলাপী গ্রাহক নাজমুল হুদা ফয়সাল দম্পতিকে গ্রেফতার করার পর আজ আদালতে তাদের হাজির করা হয়।  আইনজীবির মাধ্যমে জামিন চাইলে আদালত শর্ত সাপেক্ষে জামিন দিয়েছেন।

এই দম্পতি জামিন পেয়ে বিদেশে পালিয়ে যেতে পারেন তাই আমরা ব্যাংকের পক্ষ থেকে আদালতকে দুজনের পাসপোর্ট জব্দ করার আবেদন করলে আদালত রবিবারের মধ্যে তাদের পাসপোর্ট আদালতে জমা দিতে নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য যে এই দম্পত্তি দুইটি চেকমূলে বাদী ব্যাংকের বরাবরে প্রাপ্য ৫০ লক্ষ ১৫ হাজার টাকা পরিশোধের জন্য চেক প্রদান করলে তা অপর্যাপ্ত তহবিল মর্মে ডিজঅনার হয়।  এনিয়ে ব্যাংকের পক্ষে গত ১৯ নভেম্বর ২০১৮ ইং তারিখে সিএমএম আদালতে চেক প্রতারণা মামলা দায়ের করা হয় ।

গত ১১ ফেব্রুয়ারী স্বামী-স্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন।

বাদী ব্যাংকের পক্ষে মামলা পরিচালনা করেন-এডভোকেট এ এম জিয়া হাবীব আহসান, এডভোকেট এ এইচ এম জসীম উদ্দিন, এডভোকেট দেওয়ান ফিরোজ আহমদ, এডভোকেট প্রদীপ আইচ দিপু, এডভোকেট সাইফুদ্দিন খালেদ, এডভোকেট মোহাম্মদ হাসান আলী, এডভোকেট বদরুল হাসান প্রমুখ আইনজীবী।