অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

শিক্ষা-চিকিৎসা সেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার-উপমন্ত্রী নওফেল

0
.

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান নওফেল এমপি বলেছেন, শিক্ষা-চিকিৎসা সেবা নিশ্চিত করতে আওয়ামী লীগ সরকার কাজ করছে। জনগণের দোরগোড়ায় এ সেবা পৌঁছে দিতে দিনরাত পরিশ্রম করছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এ ক্ষেত্রে কেউ কেউ দপ্তরে বসে অনিয়ম দুর্নীতি করবেন তা সহ্য করা হবে না।

তিনি আজ (২৮ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের বোয়ালখালীতে জ্যৈষ্ঠপুরা রমনী মোহন উচ্চ বিদ্যালয়ে নব নির্মিত অডিটোরিয়ামের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবর্ধনা ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে এ কথা বলেন।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি রতন চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের উপ বিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ আবুল মনছুর ভূঁঞা, সহকারী কমিশনার (ভূমি) একরামুল ছিদ্দিক, শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মোকারম ও বিদ্যালয়ে দাতা সদস্য ঝুন্টু চৌধুরী।

সভায় হাজী মো. খায়রুল আমিন, ইঞ্জিনিয়ার মো. ইউছুফ জামাল, মো. ইছহাক সিদ্দিকী, মো. আনোয়ার সাদাত, ইঞ্জিনিয়ার বেলাল উদ্দিনকে সংবর্ধনা দেওয়া হয়।