অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ফেসবুক লাইভে এসে সাংবাদিকদের হুঁশিয়ারি করলেন বিতর্কিত সানাই

0
.

সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যমে খোলামেলা ছবি ও টিকটকে অস্বাভাবিক অঙ্গভঙ্গির ভিডিও ছাড়ার কারণে সানাই মাহবুব সুপ্রভাকে সম্প্রতি পুলিশের সাইবার ক্রাইম ইউনিট জিজ্ঞাসাবাদ করে। পরবর্তীতে মুচলেকায় সই করে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমা চেয়ে রেহাই পান তিনি।

কিন্তু এরপর তার বিয়ে নিয়ে আবারও গণমাধ্যমে সংবাদের শিরোনাম হন। তাকে নিয়ে বেশকিছু সংবাদও প্রকাশ। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমের সংবাদ প্রকাশ নিয়েও বেশ ক্ষেপেছেন তিনি। তিনি অভিযোগ করেন তাকে নিয়ে একেকবার একেক সংবাদ প্রকাশ করা হচ্ছে অনলাইন পোর্টালগুলোতে। এদিকে সংবাদ প্রকাশ নিয়ে সাংবাদিকদের নিয়ে তীব্র সমালোচনা করেছেন সানাই।

এদিকে আজ (২ মার্চ) রাত ৮টায় ফেসবুক লাইভে এসে সানাই বলেন, ‘দেশের প্রথম সারির পনিত্রকাগুলো নিজেদের লাভের জন্য মানুষকে নিয়ে উল্টাপাল্টা নিউজ করে না। প্রধম সারির পত্রিকাগুলোর নাম উল্লেখ করে বলেন এসব পত্রিকাগুলো দেশের নাম করা। এগুলো অনলাইন কখনও মানুষের জীবন নিয়ে টানাটানি করে না।’

এ সময় সাংবাদিকদের হুঁশিয়ারি দিয়ে সানাই বলেন, ‘আমার ব্যক্তিগত জীবন আছে। সেলিব্রেটি বলে আপনারা যা ইচ্ছা তাই করবেন, তা হবে না। আজকের পর থেকে যারা আমার নামে আমার কমেন্টস ছাড়া নিউজ করবেন তাদের নামে মানহানির মাললাসহ দুটো মাললা করব।

আর যদি একটা উল্টাপাল্টা নিউজ দেখি তাহলে মামলা করব। আমি হিউমান রাইটসে মামলা করব। সাংবাদিকদের উদ্দেশে বলি, আমি তোর বাপের খাই, নিউজ করবি তোর বাপের খাই আমি? উল্টাপাল্টা নিউজ করলে আর ছাড়বো?’

এ সময় সানাই আরও বলেন, ‘বেঠিক নিউজ দিলেন তাহলে তো আপনাদের পত্রিকার তো ফালতু অনলাইন বলবে। তথাকথিত সাংবাদিত ফোন দিয়ে কাবিন নামা দিয়ে নিউজ করা কী যায়? সাংবাদিকদের বলেন, আপনারা মানবাধিকার লঙ্ঘন করেছেন। নারীদের সম্মান করেন।’