অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে আকতার এন্টারপ্রাইজের বিরুদ্ধে ১২৮ কোটি টাকার ঋণ খেলাপীর মামলা

0
মেসার্স আক্তার এন্টারপ্রাইজের মালিক ব্যবসায়ী নূর-উন-নবী।

চট্টগ্রামে মেসার্স আকতার এন্টারপ্রাইজ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের ১২৮ কোটি টাকার ঋণ খেলাপীর মামলা দায়ের করেছে বেসরকারী ব্যাংক বাংলাদেশ কমার্স ব্যাংক লিঃ আগ্রাবাদ শাখা।

আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের অর্থ ঋণ আদালতের বিচারক সুরাইয়া সাহার আদালতে মামলাটি দায়ের করেন কমার্স ব্যাংক লিঃ আগ্রাবাদ শাখার প্রধান ও জোনাল হেড এর পক্ষে ব্যাংকটির ক্রেডিট ইন চার্জ মোঃ শাহনেওয়াজ।

বাদী পক্ষের আইনজীবি এডভোকেট জিয়া হাবীব আহ্‌সান পাঠক ডট নিউজকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ১২৮ কোটি টাকার ঋণ খেলাপীর মামলাটি আদালত আমলে নিয়ে বিবাদীদের বিরুদ্ধে সময় ইস্যু করবেন। তবে এখনো তারিখ নির্ধারণ হয়নি।

মামলার মোঃ শাহনেওয়াজ জানান, কাপড় ও সুতা আমদানী রপ্তানী ব্যবসার জন্য ঋণ নিয়ে ঋণের অর্থ ফেরত না দেওয়ায় গ্রাহক প্রতিষ্ঠানটি খেলাফী হয়। এর প্রেক্ষিতে ব্যাংক বাধ্য হয়ে মেসার্স আক্তার এন্টারপ্রাইজের প্রোপাইটর ব্যবসায়ী নূর-উন-নবী, পিতা- মৃত মোহাম্মদ নুর-উন-নবী, ৯৩২, শেখ মুজিব রোড (৩য় তলা), মিঠাগলি, দেওয়ানহাট- ডবলমুরিং, এর বিরুদ্ধে মামলা (মামলা নং- ৭৪/১৯) দায়ের করেন।

মামলায় বন্ধকদাতা গ্রান্টার যথাক্রমে কাজী শরীফ আহমদ, মোঃ আবদুল মজিদ, মোহাম্মদ আনোয়ার মিয়া, মিসেস খালেদা বেগমকেও আসামী করা হয়েছে।

এদিকে আদালত সুত্রে জানাগেছে- আসামী নূর উন নবীর বিরুদ্ধে ইতিমধ্যে বিসিবিএল আগ্রাবাদ শাখা কর্তৃক দায়েরকৃত ১২টি চেক প্রতারনার মামলাও বিচারাধীন আছে।

বাদী পক্ষে মামলা পরিচালনা করেন ও এডভোকেট মোঃ সাইফুদ্দিন খালেদ প্রমুখ ।