অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

দেশ একদলীয় শাসন চলছেঃ ডা. শাহাদাত

0
.

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত হোসেন ২৩ এপ্রিল, মঙ্গলবার দুপুরে সন্ত্রাস দমন ট্রাইব্যুনাল আদালত এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সহ মোট ছয়টি মামলায় হাজিরা দিয়েছেন।

হাজিরা শেষে নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন আদালত চত্বরে সাংবাদিকদের বলেন, দেশে একদলীয় শাসন চলছে, আইনের শাসন বলতে কিছু নেই। বিএনপি চেয়ারপার্সন দেশমাতা বেগম খালেদা জিয়াকে উচ্চ আদালতের জামিনে থাকা সত্ত্বেও সরকারি নির্দেশে বন্দী রাখা হয়েছে। বিএনপি সহ বিরোধী দলের অসংখ্য নেতাকর্মী এখনো জেলে মানবেতর জীবন কাটাচ্ছে। বিচার বিভাগ সরকারের শিকলে বন্দি হয়ে আছে। উচ্চ আদালতের জামিনে থাকা সত্ত্বেও বিরোধী দলের নেতাকর্মীদের জামিন বাতিল করে জেল হাজতে প্রেরণ করছে।

তিনি বলেন-এদেশের মানুষের প্রত্যাশা বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করে, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করবে।

এ সময় আইনজীবিদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আইনজীবিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আইনজীবি সমিতির এডভোকেট বদরুল আনোয়ার, আ্যাডভোকেট আব্দুস সাত্তার, এডভোকেট তারিক আহমেদ, এডভোকেট মাফিজুল হক ভুঁইয়া, এডভোকেট নাজিম উদ্দিন, এডভোকেট সিরাজুর ইসলাম, জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট জহুর আলম, এডভোকেট কামরুল ইসলাম সাজ্জাদ, এডভোকেট নাজিম উদ্দিন, এডভোকেট আলাউদ্দিন, এডভোকেট তৌহিদুর রহমান তুহিন, এডভোকেট মাহমুদুর আলম চৌধুরী মারুফ প্রমুখ।