অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

আগামী ১৩ সেপ্টেম্বর পবিত্র ঈদুল আজহা

1

eid_mobarakবাংলাদেশের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। সে হিসেবে ১৩ সেপ্টেম্বর সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

শুক্রবার জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভায় এ তথ্য জানানো হয়।

শুক্রবার ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে এ ঘোষণা দেওয়া হয়।

ধর্মমন্ত্রণালয়ের সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি বি এইচ হারুন সভার সভাপতিত্ব করেন।

হিজরি পঞ্জিকা অনুসারে জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদযাপন করেন মুসলমানরা। সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের আশায় সেদিন তারা পশু কোরবানি দেন।

এ বছর সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশের আগের দিন, অর্থাৎ ১২ সেপ্টেম্বর ঈদুল আজহা উদযাপিত হবে।

এরঅর্থ, ১১ সেপ্টেম্বর আরাফাতের ময়দানে জড়ো হওয়ার মধ্য দিয়ে শুরু হবে হজের আনুষ্ঠানিকতা। বাংলাদেশ থেকে এবার এক লাখের বেশি মানুষের হজ পালনের কথা রয়েছে।

১ টি মন্তব্য
  1. AK Azad বলেছেন

    ঈদ মোবারক