অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

কারাগার থেকে বেরিয়েই জাতীয় পার্টিতে পদ পেলেন হিরো আলম

0
.

জাতীয় পার্টিতে পদ পেলেন নানা কারণে আলোচিত-সমালোচিত ব্যক্তি আরশাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। জাতীয় পার্টির অঙ্গসংগঠন জাতীয় সাংস্কৃতিক পার্টির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক পদ পেয়েছেন তিনি।

জাতীয় সাংস্কৃতিক পার্টি কেন্দ্রীয় কমিটির সভাপতি ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মাসুদ পারভেজ সোহেল রানা এবং সাধারণ সম্পাদক নাজমুল খান সংগঠনের গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে হিরো আলমকে কমিটির সহ সাংগঠনিক সম্পাদক পদে নিয়োগ দেন।

দলটির যুগ্ম দফতর সম্পাদক এম.এ. রাজ্জাক খানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব জানা গেছে।

গত ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনে বগুড়া থেকে অংশ নেন হিরো আলম। প্রথমে জাতীয় পার্টির মনোনয়ন নেন হিরো আলম। কিন্তু দল থেকে মনোনয়ন না দেওয়ায় পরে তিনি স্বতন্ত্র নির্বাচন করেন। পরে কারচুপির অভিযোগে এনে ভোট বয়কট করেন তিনি।

এরপর স্ত্রীর দায়ের করা নারী নির্যাতন মামলায় দেড় মাস কারাভোগ করেন হিরো আলম। জেল থেকে বেরিয়েই তিনি জাতীয় পার্টির সদস্য হলেন।