অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

গুগলের প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার হলেন বাংলাদেশি তরুণ জাহিদ

2
.

গুগলের প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার (ডিরেক্টর) পদে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশের তরুণ জাহিদ সবুর। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ক্ষুদে বার্তায় জাহিদ নিজেই তার এ অর্জনের কথা জানান।

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এআইইউবি) সাবেক এ শিক্ষার্থী ২০০৭ সালে যোগ দিয়েছিলেন যুক্তরাষ্ট্রভিত্তিক সার্চ ইঞ্জিন কোম্পানিটিতে।

নিজের এতোদূর আসার পেছনে নেপথ্য অনুপ্রেরকদের ধন্যবাদ জানিয়ে জাহিদ বলেন, আপনাদের হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ। আপনাদের দোয়া ছাড়া আমি এতোদূর আসতে পারতাম না।

সারাবিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিনটিতে এখন ফুলটাইম কর্মী আছেন লাখখানেকের মতো। এদের মধ্যে আড়াইশ’ জনের মতো আছেন প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার। জাহিদ এদেরই একজন

২ মন্তব্য
  1. munna বলেছেন

    thanks

  2. Jarvis Hacks বলেছেন

    For hottest news you have to pay a visit internet and on world-wide-web I
    found this site as a most excellent website for most recent updates.