অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ইতিহাসে ৬ অক্টোবর

0

  • ১৭৬৯ সালে ক্যাপটেন কুক নিউজিল্যান্ডে পদার্পণ করেন।
  • ১৮৬০ সালে ভারতীয় দ-বিধি আইনে পরিণত হয়। তবে এর কার্যকারিতা শুরু হয় ১ জানুয়ারি ১৮৬২ সালে।
  • ১৯০৮ সালে বসনিয়া ও হারজেগোভেনিয়া ভূখ-কে অস্ট্রিয়া নিজ অধিকারভুক্ত করে।
  • ১৯২৮ সালে চিয়াং কাইশেক চীনের রাষ্ট্রপতি হন।
  • ১৮৮৭ সালে সুইস স্থপতি ও নগর পরিকল্পনাবিদ লে করবুসিয়ের জন্ম।
  • ১৮৯২ সালে ব্রিটিশ কবি লর্ড আলফ্রেড টেনিসনের মৃত্যু।
  • ১৮৯৩ সালে বিজ্ঞানী ও শিক্ষাবিদ মেঘনাদ সাহার জন্ম।
  • ১৯৮১ সালে মিশরের রাষ্ট্রপতি আনোয়ার সাদাত নিজস্ব সেনাবাহিনীর হাতে নিহত হন।