অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ইতিহাসে ১৭ অক্টোবর

0

  • ১৮১৭ সালের এই দিনে সমাজসংস্কারক স্যার সৈয়দ আহমদ জন্মগ্রহন করেন।
  • ১৮৪৬ সালের এই দিনে সাপ্তাহিক ‘দর্পণ’ প্রকাশিত হয়।
  • ১৮৪৮ সালের এই দিনে সাপ্তাহিক সংবাদপত্র ‘সাপ্তাহিক অরুণোদয়’ প্রকাশিত হয়।
  • ১৮৪৯ সালের এই দিনে পোল্যান্ডের বিখ্যাত মিউজিক কম্পোজার ও পিয়ানো বাদকফ্রেদেরিক শোপাঁ পরলোকগমন করেন।
  • ১৮৮৯ সালের এই দিনে রুশ সাহিত্যিক নিকোলাই চেরনিশেভস্কি মৃত্যুবরণ করেন।
  • ১৮৯০ সালের এই দিনে আধ্যাত্মিক বাউল সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক, দার্শনিক, অসংখ্য অসাধারণ গানের গীতিকার, সুরকার ও গায়ক লালন শাহ মৃত্যুবরণ করেন।
  • ১৯০৩ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের রাইট ভ্রাতৃদ্বয় অরভিল রাইট ও উইলবার রাইট সাফল্যের সঙ্গে উড়োজাহাজের উড্ডয়ন ঘটান।
  • ১৯০৫ সালের এই দিনে বঙ্গভঙ্গের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন ‘বাংলার মাটি বাংলার জল’ গানটি।
  • ১৯১৪ সালের এই দিনে গ্রিস ও এশিয়া মাইনরে প্রচন্ড ভূমিকম্পে ৩ হাজারেরও বেশি লোকের প্রাণহানি ঘটে।
  • ১৯১৫ সালের এই দিনে মার্কিন নাট্যকার, প্রবন্ধকার এবং লেখক আর্থার মিলার জন্মগ্রহন করেন।
  • ১৯২০ সালের এই দিনে প্রবাসে [তাসখন্দে] ভারতের কমিউনিস্ট পার্টি গঠিত হয়।
  • ১৯৩৪ সালের এই দিনে নোবেলজয়ী [১৯০৬] স্পেনীয় জীববিজ্ঞানী শান্তিয়াগো রামন হাই কাজাল মৃত্যুবরণ করেন।
  • ১৯৩৬ সালের এই দিনে ইরান-তুরস্ক শান্তি চুক্তি সম্পাদিত হয়।
  • ১৯৪০ সালের এই দিনে মোহনদাস করমচাঁদ গান্ধীর নেতৃত্বে ব্যক্তিগত সত্যাগ্রহ শুরু হয়।
  • ১৯৬২ সালের এই দিনে গণবিরোধী হামুদুর রহমান শিক্ষা কমিশনের রিপোর্টের বিরুদ্ধে পূর্ব বাংলায় ছাত্র আন্দোলন ও হরতাল পালিত হয়।
  • ১৯৬৩ সালের এই দিনে ফরাসি গণিতবিদ জাক আদামার মৃত্যুবরণ করেন।
  • ১৯৬৩সালের এই দিনে জাতিসংঘ সাধারণ পরিষদের পূর্ণাঙ্গ অধিবেশনে জেনিভা নিরস্ত্রিকরণ সম্মেলনে অংশগ্রহণকারী যুক্তরাষ্ট্র আর সোভিয়েত ইউনিয়নসহ ১৭টি দেশের উত্থাপিত একটি প্রস্তাব অনুমোদিত হয়। এই প্রস্তাবে সকল দেশের উদ্দেশ্যে পরমাণু অস্ত্র অথবা অন্য যে কোনো গণ বিধ্বংসী অস্ত্র পৃথিবীর কক্ষপথে মোতায়েন না করার আহ্বান জানানো হয়।
  • ১৯৬৯সালের এই দিনে চীনের ছিং রাজবংশের শেষ রাজা ফুই চিকিৎসার ব্যর্থতায় মারা যান।
  • ১৯৮০সালের এই দিনে ইরানের তৎকালীন প্রধানমন্ত্রী শহীদ মোহাম্মাদ আলী রাজাই জাতিসংঘ সাধারণ পরিষদের সম্মেলনে দেয়া ভাষণে তার দেশের ওপর ইরাকের ব্যর্থ সরকারের চাপিয়ে দেয়া যুদ্ধের বিভিন্ন দিক সম্পর্কে বিশদ ব্যাখ্যা দেন।
  • ১৯৮৩সালের এই দিনে ফ্রান্সের বিশিষ্ট সমাজবিজ্ঞানী রেমন্ড এ্যারন মৃত্যুবরণ করেন।
  • ১৯৮৭ সালের এই দিনে বাংলাদেশের আইনজীবি এবং রাজনীতিবিদ আবদুল মালেক উকিল মৃত্যুবরণ করেন।
  • ১৯৮৮ সালের এই দিনে সিউলে ১৬০টি দেশের অংশগ্রহণে ২৪তম অলিম্পিক গেমসের উদ্বোধন হয়।
  • ১৯৮৯সালের এই দিনে যুক্তরাষ্ট্রের ক্যালিফোনির্য়া উত্তরাঞ্চলে প্রচন্ড ভূমিকম্প হয়। অনেক সড়ক আর সেতু এই ভূমিকম্পে বিধ্বস্ত হয় । এই ভূমিকম্পে কমপক্ষে ২৭১ জনের মৃত্যু হয়। তা ছাড়া, দুর্গত এলাকায় কমপক্ষে ৫০০ জন আহত।
  • ১৯৯৩ সালের এই দিনে সাংবাদিক এস এম আলী মৃত্যুবরণ করেন।
  • ১৯৯৪সালের এই দিনে চীনের শিনচিয়াংএর চিওহো প্রাচীন নগরে চীনের হ্যান রাজবংশের সমাধি সংগ্রহশালা আবিষ্কার করা হয়।