অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ইতিহাসে ২৩ অক্টোবর

0

  • ১০৯১ সালের এই দিনে টর্নেডোতে লন্ডনে দুজনের মৃত্যু হয়।
  • ১১৫৭ সালের এই দিনে ডেনমার্কে গৃহযুদ্ধের অবসান হয়।
  • ১৫০৩ সালের এই দিনে জার্মান সম্রাজ্ঞী ইসাবেলা জন্মগ্রহন করেন।
  • ১৫২০ সালের এই দিনে অভিষিক্ত হন জার্মানির রাজা প্রথম কার্লোস।
  • ১৬২৩ সালের এই দিনে বিশিষ্ট হিন্দি কবি ও রামায়ণ রচয়িতা তুলসীদাস মৃত্যুবরণ করেন।
  • ১৬৮১ সালের এই দিনে ফরাসি সেনাবাহিনী স্টাটসবুর্গ দখল করে।
  • ১৭৬৪ সালের এই দিনে বক্সারের যুদ্ধে মীর কাশিম ব্রিটিশদের কাছে পরাজয় বরণ করেন।
  • ১৭৯০ সালের এই দিনে হাইতিতে দাস বিদ্রোহ হয়।
  • ১৮১৪ সালের এই দিনে ইংল্যান্ডে প্রথম প্লাস্টিক সার্জারি করা হয়।
  • ১৮৫৩ সালের এই দিনে রুশ-তুরস্ক মহাযুদ্ধ শুরু হয়।
  • ১৮৬৭ সালের এই দিনে জার্মান ভাষাবিজ্ঞানী ফ্রান্ৎস বপ মৃত্যুবরণ করেন।
  • ১৮৭২সালের এই দিনে ফ্রান্সের বিখ্যাত লেখক ও কবি থিওফিল গৌতিয়া মৃত্যুবরণ করেন।
  • ১৮৮১ সালের এই দিনে চিত্রশিল্পী পাবলো পিকাসো জন্মগ্রহন করেন।
  • ১৯১০ সালের এই দিনে থাইল্যান্ডের রাজা চুলালংকর্নের মৃত্যু হয়।
  • ১৯১৫ সালের এই দিনে নিউ ইয়র্কে ভোটাধিকারে দাবিতে ২৫ হাজার নারীর মিছিল।
  • ১৯১৮ সালের এই দিনে চার্লি চ্যাপলিন মিলড্রেড হ্যারিসকে বিয়ে করেন।
  • ১৯২১সালের এই দিনে টায়ারের উদ্ভাবক জন ডানলপ মৃত্যুবরণ করেন।
  • ১৯২৩সালের এই দিনে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ ‘ফরওয়ার্ড’ পত্রিকা প্রকাশ করেন।
  • ১৯২৯ সালের এই দিনে বাংলাদেশ ও আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শামসুর রাহমান জন্মগ্রহন করেন।
  • ১৯৩২ সালের এই দিনে রেডিওতে ফ্রেড অ্যালেন শো শুরু হয়।
  • ১৯৪০ সালের এই দিনে ফুটবল জাদুকর পেলে জন্মগ্রহন করেন।
  • ১৯৪১ সালের এই দিনে ওয়াল্ট ডিজনির ডাম্বো মুক্তি পায়।
  • ১৯৪২সালের এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মিশরের উত্তরাঞ্চলীয় আল আলামিন এলাকায় ব্রিটিশ ও জার্মান নাৎসী বাহিনীর মধ্যে বিখ্যাত আল আলামিন যুদ্ধ সংঘটিত হয়েছিল।
  • ১৯৪৩ সালের এই দিনে আজাদ হিন্দ সরকার ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
  • ১৯৫৩ সালের এই দিনে হাঙ্গেরির জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইম্রে নাগি সেদেশের কমিউনিস্ট পার্টিকে ভেঙ্গে দেন এবং দেশে সোভিয়েত ইউনিয়নের প্রভাবমুক্ত স্বাধীন সরকার গঠন করেন।
  • ১৯৫৫সালের এই দিনে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের দ্বি-বার্ষিক সম্মেলনে ‘মুসলিম’ শব্দ বাদ দিয়ে আওয়ামী লীগ গঠন করা হয়।
  • ১৯৫৬সালের এই দিনে সাবেক সোভিয়েত ইউনিয়নের আধিপত্যের বিরুদ্ধে হাঙ্গেরির জনগণ বিদ্রোহ শুরু করে।
  • ১৯৫৯সালের এই দিনে কাশ্মির সীমান্তে ভারত-চীন সংঘর্ষ শুরু হয়।
  • ১৯৭০সালের এই দিনে চীনের বিখ্যাত সংবাদদাতা ফান ছাং চিয়াং মৃত্যুবরণ করেন।
  • ১৯৭১ সালের এই দিনে সোভিয়েত কর্তৃপক্ষ মার্কিন সরকারকে জানান যে, শেখ মুজিবের মুক্তি দেওয়া এবং পূর্ব পাকিস্তানে দ্রুত রাজনৈতিক নিষ্পত্তি সাধন ছাড়া সৈন্য প্রত্যাহারের মাধ্যমে যুদ্ধের আশঙ্কা রোধ করা সম্ভব নয়।
  • ১৯৮৩সালের এই দিনে বৈরুতে মোতায়েন মার্কিন ও ফরাসী সেনাদের ঘাটিতে লেবাননের একদল মুসলমানের শাহাদাতপিয়াসী হামলায় ২৪১ জন মার্কিন ও ৫৮ জন ফরাসী সেনা নিহত হয়।
  • ১৯৮৯সালের এই দিনে হাঙ্গেরি গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয়।
  • ১৯৯১সালের এই দিনে কম্বোডিয়ায় গৃহযুদ্ধ অবসানে ১৩ বছর পর শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়।
  • ১৯৯১ সালের এই দিনে ২১ বছর পর দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণের অধিকার পায়।
  • ১৯৯৩সালের এই দিনে সকাল ১০টায় চীনের ইয়াং ফু সেতু সাফল্যের সঙ্গে নির্মিত এবং চালু হয়েছে।
  • ২০১২ সালের এই দিনে বিংশ শতকের শেষার্ধে আবিভুর্ত প্রথিতযশা বাঙালি সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় মৃত‌্যুবরণ করেন।
  • ২০১৪ সালের এই দিনে অবসরপ্রাপ্ত ইসলামী রাজনীতিবীদ এবং বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামী রাজনৈতিক সংগঠন জামায়াতে ইসলামীর আমির এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দন্ডপ্রাপ্ত আসামী গোলাম আযম মৃত্যুবরণ করেন।