অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ইতিহাসে ১৮ নভেম্বর

0

  • ১০৫৩ সালের এই দিনে অতীশ দীপঙ্করের মৃত্যু [অনুমিত]।
  • ১৪৭৭ সালের এই দিনে উইলিয়াম ক্যাক্সটনের প্রথম মুদ্রিত বই প্রকাশ করে।
  • ১৭২৭ সালের এই দিনে মহারাজা দ্বিতীয় জয় সিং রাজস্থানের জয়পুর শহর পত্তন করেন। এই শহরের নকশা করেন বাংলার বিদ্যাধর চক্রবর্তী।
  • ১৭৭৭ সালের এই দিনে জার্মান নাট্যকার হিনরিখ ফন কিশের মৃত্যু।
  • ১৮২০ সালের এই দিনে মার্কিন নৌ ক্যাপ্টেন নাথানিয়েন পালমান এন্টার্কটিকা মহাদেশ আবিস্কার করেন।
  • ১৮৩৯ সালের এই দিনে বিদেশী উপনিবেশবাদীদের বিরুদ্ধে আলজেরিয়ার জনগণের দ্বিতীয় দফা প্রতিরোধ যুদ্ধ শুরু হয়।
  • ১৮৪৩ সালের এই দিনে সা সুসি রঙ্গমঞ্চে ‘হ্যান্ডসাম হাজব্যান্ড’ নাটকের অভিনয় চলাকালে তৎকালীন কলকাতার অন্যতম শ্রেষ্ঠ ও জনপ্রিয় মঞ্চাভিনেত্রী মিসেস লিচ অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করেন।
  • ১৮৫৭ সালের এই দিনে বাংলাদেশেরচট্টগ্রামে ৩৪ দেশীয় পদাতিক বাহিনীর সিপাহি দল বিদ্রোহের মাধ্যমে ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলন শুরু হয়।
  • ১৮৬১ সালের এই দিনে আমেরিকান সাংবাদিক ডরোথি ডিস্ক জন্মগ্রহন করেন।
  • ১৮৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের ২১তম রাষ্ট্রপতি চেস্টার এ. আর্থার মৃত্যুবরণ করেন ।
  • ১৮৮৭ সালের এই দিনে ফরাসী পদার্থবিজ্ঞানী ও চিত্রশিল্পী লুই দ্যাগাইর জন্ম গ্রহণ করেন।
  • ১৮৯৮সালের এই দিনে প্রাচ্যবিদ্যা বিশারদ প্রবোধচন্দ্র বাগচীর জন্ম।
  • ১৯০৩ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্র পানামা প্রজাতন্ত্রের মধ্যে পানামা খাল চুক্তি স্বাক্ষরিত হয়।
  • ১৯০৯ সালের এই দিনে আমেরিকা দুটি যুদ্ধজাহাজ পাঠায় নিকারাগুয়ায়।
  • ১৯১৮ সালের এই দিনে সোভিয়েত রাশিয়া থেকে বের হয়ে লাটভিয়া স্বাধীনতা ঘোষণা করে।
  • ১৯২২ সালের এই দিনে ফরাসী ঔপন্যাসিক মার্সেল প্রুস্ত মারা যান।
  • ১৯২৬ সালের এই দিনে জর্জ বার্নার্ড শ’ নোবেল পুরস্কারের অর্থ গ্রহণে অস্বীকৃতি জানান।
  • ১৯৩৬ সালের এই দিনে কবি জিয়া হায়দার জন্মগ্রহন করেন।
  • ১৯৪১ সালের এই দিনে নোবেলজয়ী [১৯২০] জার্মান রসায়নবিদ হেরমান নের্নস্টের মৃত্যু।
  • ১৯৪৮ সালের এই দিনে ভারতের পাটনার কাছে গঙ্গায় নৌকাডুবিতে ৫০০ যাত্রীর সলিল সমাধি।
  • ১৯৫২সালের এই দিনে ফরাসী কবি পল এল্যুয়ার মৃত্যুবরণ করেন।
  • ১৯৫৬ সালের এই দিনে মরোক্কো স্বাধীনতা অর্জন করে।
  • ১৯৬১ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জন এফ কেনেডি দক্ষিণ ভিয়েতনামে ১৮ হাজার সেনা পরিদর্শক পাঠান।
  • ১৯৬২ সালের এই দিনে কোয়ান্টাম থিওরির উদ্ভাবক বিজ্ঞানী নেইলস বোর মৃত্যুবরণ করেন।
  • ১৯৬৩ সালের এই দিনে ডেনিশ ফুটবলার পিটার স্মাইকেল জন্মগ্রহন করেন ।
  • ১৯৬৩ সালের এই দিনে কর্নেল আবদুস সালাম আরেফ ইরাকের ক্ষমতা গ্রহণ করেন।
  • ১৯৮১সালের এই দিনে শিল্পী আনোয়ারুল হকের ইন্তেকাল।
  • ১৯৯১সালের এই দিনে চেকোসস্নাভ কমিউনিস্ট নেতা গুস্তাফ হুসাকের মৃত্যু।
  • ১৯৯৯ সালের এই দিনে তুরস্কের ইস্তাম্বুলে ৫৪ জাতি ইউরোপীয় নিরাপত্তা শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।