অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

“অন্ধকার কারাগারে জীবনের ২৪টি বছর কেটে গেল নুরুন্নাহারের”

0
.

একটি হত্যা মামলায় গ্রেফতার হয়ে ২৪ বছর আগে কারাগারে গিয়েছিলেন নুরুন্নাহার বেগম।  গতকাল সোমবার কারাগার থেকে মুক্তি পেয়েছেন এই নারী।  তরুণী বয়সে কারাগারে ঢুকে ২৪ বছর পর মধ্য বয়সী নারী হয়ে বের হয়েছেন অন্ধকার কারাগার থেকে। তার জীবন থেকে হারিয়ে গেলো ২৪ বছর।

গতকাল কারাগার থেকে মুক্তিপেয়ে বেরিয়ে কোন স্বজনকে কাছে পাইনি এ নারী। পরে আব্দুল মান্নান নামে এক ব্যাক্তি নুরুন্নাহার বেগমকে পৌছে দেন তার বাড়ীর ঠিকানায়।

আব্দুল মান্নান তার ফেসবুক আইডিকে তুলে ধরেছেন সেই নারীর মুক্তির বার্তা।

.

পাঠক ডট নিউজের পাঠকদের জন্য তুলে ধরা হল আব্দুল মান্নানের সে সংক্ষিপ্ত লেখা।

“সুদীর্ঘ ২৪ টি বছর কারাগারে কাটিয়ে আজ অবশেষে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন এক মা।হটাৎ মুক্তির আদেশ আসাতে বার বার চেষ্টার পরও মেয়ের মোবাইল বন্ধ থাকায় মাকে নিতে না আসাতে এগিয়ে গিয়ে উনার দেয়া ঠিকানায় পৌঁছে দেয়ার জন্য সাহায্যে করলাম।

২৪ বছর পর মুক্তির আনন্দে হতবিহ্বল এই মায়ের সাথে কথা বলে জানলাম, ১৯৯৫ সালে একটি ষড়যন্ত্র মূলক হত্যা মামলায় বন্দী ছিলেন তিনি।স্বামী মরহুম আবু সুলতান সওদাগর ।খাতুনগন্জের ঐতিহ্যবাহী মরহুম আসদআলী সওদাগরের বাড়ীর পুত্রবধূ তিনি।