অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সুবীর নন্দীর শিল্পী হয়ে উঠা….

0
.

সুবীর নন্দী ১৯৫৩ সালের ১৯ নভেম্বর সিলেটের হবিগঞ্জে জেলার বানিয়াচং থানায় নন্দী পাড়া নামক মহল্লায় এক কায়স্থ সম্ভ্রান্ত সঙ্গীত পরিবারে জন্ম গ্রহণ করেন। তার নানা বাড়ি শ্রীমঙ্গল উপজেলার বাদে আলিশা গ্রামে. তার পিতা- সুধাংশু নন্দী ছিলেন একজন চিকিৎসক ও সঙ্গীতপ্রেমী। তার মা পুতুল রানী চমৎকার গান গাইতেন কিন্তু রেডিও বা পেশদারিত্বে আসেন নি।

ছোটবেলা থেকেই তিনি ভাই-বোনদের সঙ্গে শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নিতে শুরু করেন ওস্তাদ বাবর আলী খানের কাছে। তবে সঙ্গীতে তার হাতেখড়ি মায়ের কাছেই। বাবার চাকরি সূত্রে তার শৈশবকাল চা বাগানেই কেটেছে। পাঁচ-ছয় বছর বয়স পর্যন্ত বাগানেই ছিলেন। চা বাগানে খ্রিস্টান মিশনারিদের একটি স্কুল ছিল, সেখানেই পড়াশোনা করেন। তবে পড়াশোনার অধিকাংশ সময়ই তার কেটেছে হবিগঞ্জ শহরে। হবিগঞ্জ শহরে তাদের একটি বাড়ি ছিল, সেখানে ছিলেন। পড়েছেন হবিগঞ্জ গভঃ হাইস্কুলে। তারপর হবিগঞ্জ বৃন্দাবন কলেজে। মুক্তিযুদ্ধের সময় সুবীর নন্দী সেকেন্ড ইয়ারে পড়তেন।

১৯৬৩ সালে তৃতীয় শ্রেণী থেকেই তিনি গান করতেন। এরপর ১৯৬৭ সালে তিনি সিলেট বেতারে গান করেন। তার গানের ওস্তাদ ছিলেন গুরু বাবর আলী খান। লোকগানে ছিলেন বিদিত লাল দাশ।

সুবীর নন্দী গানের জগতে আসেন ১৯৭০ সালে ঢাকা রেডিওতে প্রথম রেকর্ডিং এর মধ্য দিয়ে। প্রথম গান ‘যদি কেউ ধূপ জ্বেলে দেয়’ -এর গীত রচনা করেন মোহাম্মদ মুজাক্কের এবং সুরারোপ করেন ওস্তাদ মীর কাসেম। ৪০ বছরের দীর্ঘ ক্যারিয়ারে গেয়েছেন আড়াই হাজারেরও বেশি গান। বেতার থেকে টেলিভিশন, তারপর চলচ্চিত্রে গেয়েছেন অসংখ্য জনপ্রিয় গান। চলচ্চিত্রে প্রথম গান করেন ১৯৭৬ সালে আব্দুস সামাদ পরিচালিত সূর্যগ্রহণ চলচ্চিত্রে। ১৯৮১ সালে তার একক অ্যালবাম “সুবীর নন্দীর গান” ডিসকো রেকর্ডিংয়ের ব্যানারে বাজারে আসে। তিনি গানের পাশাপাশি দীর্ঘদিন ব্যাংকে চাকরি করেছেন।

সুবীর নন্দী মূলত একজন বাংলাদেশী সঙ্গীতশিল্পী। তিনি চলচ্চিত্রের গানে কন্ঠ দিয়েই খ্যাতি অর্জন করেন। চলচ্চিত্রের সঙ্গীতে তার অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করেন। তিনি মহানায়ক (১৯৮৪), শুভদা (১৯৮৬), শ্রাবণ মেঘের দিন (১৯৯৯), মেঘের পরে মেঘ (২০০৪) ও মহুয়া সুন্দরী (২০১৫) চলচ্চিত্রের গানে কন্ঠ দিয়ে পাঁচবার এই পুরস্কার লাভ করেন।

যে সকল চলচ্চিত্রে কন্ঠ দিয়েছেনঃ

সূর্যগ্রহণ (১৯৭৬)
অশিক্ষিত (১৯৭৮)
দিন যায় কথা থাকে (১৯৭৯)
মহানায়ক (১৯৮৪)
চন্দ্রনাথ (১৯৮৪)
শুভদা (১৯৮৬)
পরিণীতা (১৯৮৬)
রাজলক্ষী শ্রীকান্ত (১৯৮৭)
রাঙা ভাবী (১৯৮৯)
পদ্মা মেঘনা যমুনা (১৯৯১)
স্নেহ (১৯৯৪)
বিক্ষোভ (১৯৯৪)
মায়ের অধিকার (১৯৯৬)
আনন্দ অশ্রু (১৯৯৭)
শ্রাবণ মেঘের দিন (১৯৯৯)
চন্দ্রকথা (২০০৩)
মেঘের পরে মেঘ (২০০৪)
শ্যামল ছায়া (২০০৪)
হাজার বছর ধরে (২০০৫)
শত্রু শত্রু খেলা (২০০৭)
চন্দ্রগ্রহণ (২০১৮)
আকাশ ছোঁয়া ভালোবাসা (২০০৮)
অবুঝ বউ (২০১০)
দুই পুরুষ (২০১১)
মাটির পিঞ্জিরা (২০১৩)

পুরস্কার ও সম্মাননাঃ
শিল্পকলায় একুশে পদক (২০১৯)

জাতীয় চলচ্চিত্র পুরস্কারঃ
১৯৮৪: শ্রেষ্ঠ পুরুষ কন্ঠশিল্পী – মহানায়ক
১৯৮৬: শ্রেষ্ঠ পুরুষ কন্ঠশিল্পী – শুভদা
১৯৯৯: শ্রেষ্ঠ পুরুষ কন্ঠশিল্পী – শ্রাবণ মেঘের দিন
২০০৪: শ্রেষ্ঠ পুরুষ কন্ঠশিল্পী – মেঘের পরে মেঘ
২০১৫: শ্রেষ্ঠ পুরুষ কন্ঠশিল্পী – মহুয়া সুন্দরী

বাচসাস পুরস্কারঃ
১৯৭৭: সেরা পুরুষ কন্ঠশিল্পী
১৯৮৫: সেরা পুরুষ কন্ঠশিল্পী – শুভরাত্রি
১৯৮৬: সেরা পুরুষ কন্ঠশিল্পী – শুভদা

*না ফেরার দেশে চলে গেলেন সংগীত তারকা সুবীর নন্দী