অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

‘দুই তিন দিন ধরে কিছু খেতে পারছেন না খালেদা জিয়া’

0
.

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দুই তিন দিন ধরে কিছু খেতে পারছেন না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

শনিবার সন্ধ্যায় নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও ইফতার মাহফিলে তিনি এ কথা জানান।

দলীয় কার্যালয়ের নিচে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে বিএনপি চেয়ারপারসনখালেদা জিয়া, শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক জাফরুল হাসানের সুস্থতা এবং ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাংগঠনিক সম্পাদক বাবুল সরদারের ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, দেশনেত্রীর জিহবায় কামড় লেগে ঘা হয়ে গেছে। ডায়াবেটিস থাকায় ঘা শুকাচ্ছে না। গত দুই তিন দিন ধরে কিছু খেতে পারছেন না। বেচে থাকার জন্য মাঝে মাঝে জাও ভাত খাচ্ছেন। নজরুল ইসলাম খান বলেন, খালেদা জিয়া ছাড়া আমাদের বেচে থেকে কোনো লাভ হবেনা। এই স্বৈরাচারী সরকার থেকে রেহাই পাব না।

তিনি বলেন, যে শ্রমিক দলের প্রথম কাগজটা আমার হাতে লেখা সেই সংগঠনের কোন নেতা বা কর্মী স্বাভাবিকভাবে মারা গেলে কষ্ট লাগে। সেখানে বাবুল সরদারকে হত্যা করা হয়েছে। তার জন্য কতটা কষ্ট পেয়েছি সেটা বুঝাতে পারব না। বিএনপির এই নেতা বলেন, কারো প্রতি শত্রুতার জন্য বলছি না তবে বাবুল সরদারের হত্যার জন্য যারা প্রকৃতপক্ষে দায়ী আল্লাহ যেন তাদের বিচার করেন। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমারা একটি জালিম সরকারের অধীনে আছি। এর থেকে মুক্তি পেতে যেমন শক্তিশালী সংগঠন দরকার তেমনি আল্লাহর মেহেরবানি দরকার।

শ্রমিক দলের ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি কাজী আমির খসরুর সভাপতিত্বে ইফতার মাহফিলে আরো বক্তব্য রাখেন – বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ। এছাড়া শ্রমিক দলের ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।