অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

হানিফসহ ৫টি পরিবহনকে ২ লাখ টাকা জরিমানা

0
.

মহাখালী বাসস্ট্যান্ডে অবস্থিত কাউন্টারগুলোতে টিকিটের মূল্য তালিকা না থাকায় ও টিকিটের দাম বেশি রাখায় হানিফ পরিবহন সহ ৫টি বাস পরিবহন প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

আজ বুধবার (২২ মে) বিষয়টি নিশ্চিত করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মুহাম্মদ আবদুল জব্বার মণ্ডল।

তিনি বলেন, ‘মহাখালী বাসস্ট্যান্ডে অবস্থিত বাস কাউন্টারে অভিযান চালিয়ে টিকিটের মূল্য তালিকা না টানানোর অপরাধে এস আর ট্রাভেলসকে ৪০ হাজার টাকা, এস আই পরিবহনকে ৪০ হাজার টাকা এবং কল্যাণপুর বাসস্ট্যান্ডে অবস্থিত শাহ ফতেহ আলী পরিবহনকে ৪০ হাজার টাকা এবং হানিফ পরিবহনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘নির্ধারিত মূল্য অপেক্ষায় অধিক মূল্যে টিকিট বিক্রি করার অপরাধে এস আর ট্রাভেলসকে ৪০ হাজার টাকাসহ মোট ৫ পরিবহনকে সর্বমোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।’

এ সময় এপিবিএন-১ ও ১১ এবং দারুস সালাম থানা পুলিশ ও তেজগাঁও থানা পুলিশ অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করেন।