অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

কর্ণফুলী নদী থেকে পাঁচ হাজার কেজি জাটকা ইলিশ জব্দ

0
.

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে পাঁচ হাজার কেজি জাটকা ইলিশ জব্দ করেছে কোস্ট গার্ড বাহিনী।

বুধবার (২২ মে) রাত সাড়ে ১১টার সময় নগরীর অভয়মিত্র ঘাট থেকে জাটকাগুলো জব্দ করা হয়। পরে জব্দকৃত জাটকাগুলো এতিমখানায় বিতরণ করা হয়।

কোস্ট গার্ড পূর্ব জোনের স্টাফ অফিসার (অপারেশন্স) লে. কমান্ডার সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী নদীর অভয়মিত্র ঘাট এলাকা থেকে একটি বোটসহ পাঁচ হাজার কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোটের মাঝি ও মাছ ব্যবসায়ী পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার হয়নি।

এতিমখানায় খবর দেয়া হয়েছে জাটকাগুলো রাতের মধ্য বিভিন্ন এতিমখানায় বিতরণ করে দেয়া হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, মৎস্য সম্পদ উন্নয়নের লক্ষ্যে সরকার ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন বঙ্গোপসাগরে মাছ শিকার বন্ধ করেছে।