অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

র‌্যাব পরিচয়ে অপহরণের ৪ মাস পর যুবলীগ নেতা উদ্ধার

0
.

নাটোরে র‌্যাব পরিচয়ে অপহরণের ৩ মাস ২২ দিন পর উদ্ধার হয়েছেন যুবলীগ নেতা জামিল হোসেন মিলন। বুধবার (২২ মে) রাতে তাকে ঢাকার আব্দুল্লাহপুর ছেড়ে দেয় অপহরণকারীরা।

যুবলীগ নেতা মিলন ও তার পরিবার জানায়, গত রাত ১১ টার দিকে ঢাকার আব্দুল্লাহপুরে অপহরণকারীরা মাইক্রোবাস থেকে নামিয়ে দেয়। একই সঙ্গে মিলনের হাতে দুই হাজার টাকা দেয় অপহরণকারীরা। মিলনকে আব্দুল্লাহপুর নামানোর আগে চোখ বাঁধা অবস্থায় ৪ বার মাইক্রোবাস বদল করা হয়।

অপহরণের পর থেকে একটি ছোট রুমে মিলনকে আটকে রাখা হয়েছিলো বলে জানা যায়। এ ব্যাপারে নাটোরের পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন জানান, মিলনকে জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

গত ৩১ জানুয়ারি রাত সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার তালতলা হাফরাস্তা এলাকায় কর্মী সমর্থকদের বিদায় করে নিজ অফিসে বসে ছিলেন মিলন। এসময় একটি মাইক্রোবাসে আসা কতিপয় অস্ত্রধারী মিলনকে মুখোশ পড়িয়ে তুলে নিয়ে যায়।

এই ঘটনায় পরদিন ১ ফেব্রুয়ারি মিলনের বাবা এমদাদুল হক মিয়াজি র‌্যাব পরিচয়ে অপহরণের অভিযোগে নাটোর থানায় জিডি করেন।