অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

মাহমুদুর রহমানের জামিন, মুক্তিতে বাধা নেই

12

cms.somewhereinblog.netপ্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণের চেষ্টা ও হত্যার ষড়যন্ত্রের মামলায় দৈনিক আমারদেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন প্রশ্নে পূর্বে জারি করা রুল নিষ্পত্তি করে বুধবার (৭ সেপ্টেম্বর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন।

আদালতে মাহমুদুর হমানের পক্ষে শুনানি করেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজউদ্দিন ফকির।

এদিকে মাহমুদুর রহমানের সংশ্লিষ্ট এক আইনজীবী জানিয়েছেন, এই মামলায় জামিন পাওয়ায় মাহমুদুর রহমানের বিরুদ্ধে থাকা সবক’টি মামলায় জামিন পেয়েছেন। তাই এখন তার মুক্তি পেতে বাধা নাই। মাহমুদুর রহমানের নামে এই মামলাসহ অন্তত ৭০টি মামলা রয়েছে বলে জানা গেছে। অন্যসব মামলায় এর আগেই জামিন নিয়েছেন তিনি।

মামলার বিবরণীতে জানা যায়, ২০১১ সালের সেপ্টেম্বর মাসের মধ্যে যে কোনো সময় বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সংগঠন জাসাসের সহসভাপতি মোহাম্মদ উল্লাহ মামুনসহ বিএনপি ও বিএনপির নেতৃত্বাধীন জোটভুক্ত অন্যান্য দলের উচ্চ পর্যায়ের নেতারা রাজধানীর পল্টনের জাসাস কার্যালয়ে, আমেরিকার নিউইয়র্ক শহরে এবং যুক্তরাজ্য ও বাংলাদেশের বিভিন্ন এলাকায় আসামিরা একত্রিত হয়ে যোগসাজসে প্রধানমন্ত্রীর ছেলে ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে আমেরিকায় অপহরণ করে হত্যার ষড়যন্ত্র করেন।

এ ঘটনায় ২০১৫ সালের ৩ আগস্ট ডিবি পুলিশের পরিদর্শক ফজলুর রহমান বাদী হয়ে পল্টন মডেল থানায় মামলাটি করেন। এই মামলায় চলতি বছর ১৮ এপ্রিল ঢাকার সিএমএম আদালতে মাহমুদুর রহমানকে গ্রেফতার দেখানো এবং ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আদালত সেদিন পরে ২৫ এপ্রিল এ আবেদনের শুনানির দিন ধার্য করেন। ২৫ এপ্রিল পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

অপরদিকে মাহমুদুর রহমানের আইনজীবীরা তার জামিনের আবেদন করেন। তবে সেই জামিন আবেদন নামঞ্জুর করেন ঢাকা মহানগর দায়রা জজ। পরে নিম্ন আদালতের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন মাহমুদুর রহমান। হাইকোর্ট তার জামিন প্রশ্নে এর আগে রুল জারি করেছিলেন। সেই রুল যথাযথ ঘোষণা করে এই জামিন মঞ্জুর করেন আদালত।

১২ মন্তব্য
  1. Solaiman Mohammad বলেছেন

    বেচারার জন্য মায়া হয়, পুরোপুরি বিদ্বেষের শিকার, তারপরও সৌভাগ্যবান বলতে হবে , জীবিত আছে এখনও,

  2. Rashel Hossain বলেছেন

    আলহামদুলিল্লাহ্‌

  3. Abu Saleh Rasel বলেছেন

    মান্নার মতো আবার নতুন মামলায় জামিন নামঞ্জুর হলে অবাক হবোনা।

  4. Nasir Uddin বলেছেন

    Alhamdulillah

  5. Md. Harun Ar Rashid বলেছেন

    হয়ে লাভ হবে না , অন্য মামলায় দিবে বা জেল গেইট থেকে গ্রেফতার করবে। ভাগ্যক্রমে হলেও হাজিরা দিতে দিতে কাহিল…. ওয়ারেন্ট, আবার জেল….. সব মুখস্ত!!!

  6. Hasan Murad Murshed বলেছেন

    আলহামদুলিল্লাহ্‌

  7. Morshed Chowdhury বলেছেন

    আলহামদুলিল্লাহ।

  8. Shahin Chowdhury বলেছেন

    Another case will redy soon.

  9. Balayat Hossain Dhali বলেছেন

    Alhamdulillah

  10. Md Ikbal বলেছেন

    thanks

  11. Mahbubur Rahman বলেছেন

    আলহামদুলিল্লাহ্‌

  12. ডাঃ খালেদ দেওয়ান বলেছেন

    বাহির হতে পারবে তো ??