অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

কারাগারে শীর্ষ সন্ত্রাসী অমিত খুনঃ মামলা তদন্ত করবে ডিবি

3
.

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ইটের আঘাতে শীর্ষ সন্ত্রাসী অমিত মুহুরীকে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলাটি তদন্ত করবে নগর গোয়েন্দা পুলিশ।

খুনি হাজতি রিপন নাথকে এ মামলায় শ্যোন এ্যারেস্ট দেখানো হবে। তাকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে।

আজ বৃহস্পতিবার (৩০ মে) সকালে জেলার নাসির আহমেদ বাদি হয়ে কোতোয়ালী থানায় রিপন নাথকে একমাত্র আসামী করে মামলা দায়ের করেন।

এ ব্যাপারে জানতে চাইলে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মহসীন জানান, কারা অভ্যন্তরে দুই আসামীর মারামারিতে অমিত মুহুরী নিহত হওয়ার ঘটনায় কারা কর্তৃপক্ষ মামলা দায়ের করেছে।

মামলাটি তদন্ত করবে ডিবি। তারা রিপন নাথকে শ্যোন এরেস্ট দেখিয়ে আদালতে হাজির করে রিমান্ড চাইবে।

উল্লেখ্য, বুধবার রাতে কারাগারের ভেতর ৩২ নম্বর সেলে রিপন নাথ ও অমিত মুহুরির মধ্যে মারামারি হয়। এক পর্যায়ে রিপন নাথের ইটের আঘাতে গুরুতর আহত হয় একাধিক খুনের মামলার আসামী অমিত মুহুরী। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।

*কারাগারে মারামারিতে খুন হলো যুবলীগের শীর্ষ সন্ত্রাসী অমিত মূহুরী

*অমিত মুহুরি হত্যার ঘটনায় রিপনকে আসামী করে মামলা দায়ের

 

 

৩ মন্তব্য
  1. Sagor Sagor বলেছেন

    আপদ বিদায়

  2. Saif All Shahriar বলেছেন

    আলহামদুল্লিলাহ

  3. Md Forkan বলেছেন

    খুনিরা এইভাবেই মরে। আলহামদুলিল্লাহ