অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

৫ ডাকাত কারাগারে, লুন্ঠিত স্বর্ণসহ ব্যবসায়ী গ্রেফতার

0

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

?
গ্রেফতারকৃত ৫ ডাকাত আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার পর তাদের কারাগারে পাঠানো হয়।

প্রবাসীকে অপহরণ ও মালামাল লুটের ঘটনায় গ্রেফতারকৃত ৫ ডাকাতদের কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার তারা সিনিয়র চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিবলু কুমার দে এর কাছে ১৬৪ ধারা স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেন।

বিষয়টি জানিয়েছেন বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মো. সালাহ উদ্দিন চৌধুরী। তিনি জানান, ৭ সেপ্টেম্বর বুধবার রাতে ডাকাতদের লুণ্ঠিত আরো মালামাল ও ১ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

এছাড়া লুণ্ঠিত স্বর্ণ ক্রেতা চন্দনাইশ উপজেলার শিবু দেব (৪৫)কে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। তিনি নগরীর দেওয়ান বাজার দিদার মার্কেটের হ্যাপী জুয়েলার্স এর দোকান মালিক। আদালতে প্রেরণ করে তাকে ১০ দিনের রিমান্ড চাওয়া হলে আদালত পরবর্তী রিমান্ড শুনানীর দিন ধার্য করেন।

বোয়ালখালী থানার উপ-পরিদর্শক মোস্তাক আহমেদ জানান, জবানবন্দীতে ডাকাতরা ডাকাতি ও মালামাল লুট করার বিষয়ে সত্যতা স্বীকার করে নেয়।