অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধে’ ৩ রোহিঙ্গা নিহত

0
.

টেকনাফে লেদা ক্যাম্পের পেছনে পাহাড়ের নিচে বৃহস্পতিবার দিবাগত রাতে কথিত ‘বন্দুকযুদ্ধে’ তিন রোহিঙ্গা নিহতের কথা জানিয়েছে পুলিশ।
নিহত রোহিঙ্গারা অস্ত্রধারী সন্ত্রাসী ও শিশু অপহরণকারী চক্রের সক্রিয় সদস্য ছিলেন বলে দাবি করেছে পুলিশ।

নিহতরা হলেন- উখিয়া থাইনখালীর ক্যাম্প ১৪ এর (সি-১) এর বাসিন্দা নূর মোহাম্মদের ছেলে শামছু আলম (৩৫), ক্যাম্প-১৪ (সি-২) এর বাসিন্দা মোক্তার আহমদের ছেলে নুর আলম (২১) এবং টেকনাফ লেদা ক্যাম্প-২৬ এর সি ব্লকের বাসিন্দা আজিজুর রহমানের ছেলে হাবিব (২০)।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশের ভাষ্য, কয়েক দিন আগে রোহিঙ্গা শিবির থেকে তিন বছরের এক শিশুকে অপহরণ করে নিয়ে যায় এক দল দুর্বৃত্ত। পরে তারা মুক্তিপণ হিসেবে ৫ লাখ টাকা দাবি করে। গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে পুলিশ অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। এতে অপহরণকারী চক্রের তিন সদস্য গুলিবিদ্ধ হন।

ওসি বলেন, অপহরণকারী চক্রের গুলিবিদ্ধ তিন সদস্যকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার পথে মারা যান।

অপহরণকারীদের গুলিতে পুলিশের তিন কনস্টেবল আহত হয়েছেন বলে পুলিশ দাবি করেছে।

পুলিশ জানায়, অপহৃত শিশুটিকে উদ্ধার করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে ৩টি এলজি, ৮ রাউন্ড কাতুজ এবং ১১ রাউন্ড খোসা উদ্ধার করা হয়।