অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

নাটোরে আ’লীগ নেতার স্ত্রীর রহস্যজনক মৃত্যু

0

বড়াইগ্রাম উপজেলায় এক আওয়ামী লীগ নেতার স্ত্রী অগ্নিদগ্ধ হয়ে রহস্যজনক মৃত্যু হয়েছে।

স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তিনি মারা যান। পরে বিকালে গোপনে যানাজা শেষে দাফনের আগে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়।

নিহত কামরুন্নাহার শেলী বড়াইগ্রাম উপজেলার জোয়ারি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুর রাজ্জাক সরকারের স্ত্রী।

বড়াইগ্রাম থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাস জানান, গত রবিবার রাতে গৃহবধূ শেলী নিজ ঘরে অগ্নিদগ্ধ হন। প্রথমে তাকে স্থানীয় একটি ক্লিনিকে নেয়া হয়। পরে শেলীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে দগ্ধ শেলীকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে স্থানান্তরের পরামর্শ দেয়া হয়। কিন্তু ঢাকায় না নিয়ে রোগীকে পুনরায় এলাকার একটি ক্লিনিকে ভর্তি করা হয়।সেখানে শুক্রবার শেলীর মৃত্যু হয়।

স্বামী আব্দুর রাজ্জাকের দাবি, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সৃষ্ট আগুনে দগ্ধ হয়ে স্ত্রী শেলীর মৃত্যু হয়েছে।

তবে পুলিশ পাশের জঙ্গল থেকে শেলীর পোড়া কাপড় উদ্ধার করেছে। ওইসব কাপড়ে কেরোসিন মাখানো ছিল বলে জানায় পুলিশ।